ভাঁজ করা যাবে এই ফোনের ডিসপ্লে

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৮, ১৬:২৩

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

ফোল্ডিং ডিসপ্লের ফোন আনছে মাইক্রোসফট। এই ফোনের নাম অ্যান্ড্রোমিডা। ২০১৯ সালে বাজারে আসবে এই ফোন। প্রযুক্তির বাজারে গত কয়েকমাস ধরে এই ফোন বাজারে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। গুঞ্জন উঠেছিল ‘বেনিথ এ সারফেস’ নামে ফোনটি তৈরি করছে মাইক্রোসফট।

নতুন এই ফোনের বিশেষত্ব হচ্ছে এতে হাইব্রিড ফাংশন থাকছে। এতে কী কী সুবিধা পাওয়া যাবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 

তবে ধারণা করা হচ্ছে ডিভাইসটি ট্যাবলেট হিসেবে বাজারে আসবে। এতে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের পরিবর্তে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হবে।  

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিএসএম এরিনার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে মাইক্রোফট তাদের নতুন অ্যান্ড্রোমিডা ডিভাইস বাজারে আনবে। তখন নতুন এক্সবক্স কনসোল, সারফেস ল্যাপটপ এবং এমএমডি চিপস অবমুক্ত করবে মাইক্রোসফট।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এজেড)