ডিএনসিসির সব অঞ্চলে হবে আধুনিক জবাইখানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব অঞ্চলে কমপক্ষে একটি করে আধুনিক পশু জবাইখানা করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা।

বুধবার রাজধানীর মহাখালীতে ডিএনসিসি কার্যালয়ের পাশে একটি আধুনিক পশু জবাইখানার উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

জামাল মোস্তফা বলেন, ‘রাজধানীর যত্রতত্র পশু জবাই হয়ে থাকে যা পরিবেশসম্মত না। আবার অপরিচ্ছন্ন পরিবেশে জবাই করা পশুর মাংসও স্বাস্থ্যসম্মত নয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে আধুনিক পশু জবাইখানা তৈরিতে গুরুত্ব দিয়েছে ডিএনসিসি। প্রত্যেকটি জোনে অন্তত একটি আধুনিক পশু জবাইখানা করা হবে। নগরবাসীর চাহিদা ও জমিপ্রাপ্তি সাপেক্ষে জোনগুলোতে জবাইখানার সংখ্যা কম-বেশিও হতে পারে।’

বর্তমানে মোহাম্মদপুর টাউন হল বাজার ও মিরপুরে একটি করে পশু জবাইখানা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শিগগিরই গাবতলীতেও একটি আধুনিক পশু জবাইখানা নির্মাণ করা হবে।’

মহাখালীর পশু জবাইখানা প্রসঙ্গে ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র বলেন, ‘এই জবাইখানায় একজন পশু চিকিৎসক ও একজন পরিদর্শক থাকা বাধ্যতামূলক করা হয়েছে। গরু, খাসি, ভেড়া, মহিষ যেটাই জবাই করা হোক, মাংস সরবরাহের আগে ডিএনসিসির সিল মেরে দেওয়া হবে। এতে করে নগরবাসীর প্রতারণার হাত থেকে রেহাই পাবে। প্রতিদিন ভোর ৪টা থেকে পশু জবাইখানা খোলা থাকবে।’ জবাইখানার উদ্বোধনকালে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান, মহানগর মাংস ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মর্তুজা মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/আরকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :