অরিত্রীর শ্রেণিশিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:১৭
অরিত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের শাস্তির ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করছেন শিক্ষামন্ত্রী

অরিত্রী অধিকারীর আত্মহত্যা মামলায় ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হাসনা হেনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১১টায় উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার খন্দকার নুরুন্নবী। তিনি জানান, হাসনা হেনা বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন।

হাসনা হেনা নিহত শিক্ষার্থী অরিত্রীর শ্রেণিশিক্ষক। তাকেসহ ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, সেখানকার প্রভাতি শাখার প্রধান জিনাত আখতারকে আসামি করে মঙ্গলবার রাতে পল্টন থানায় মামলা করেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী।

অরিত্রীর আত্মহত্যার ঘটনায় ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন জনকে বুধবার বরখাস্ত করে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া তাদের এমপি বাতিল করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয় মন্ত্রণালয়।

অরিত্রী পরীক্ষার সময় মোবাইল ফোনে নকল করছিল-এমন অভিযোগে তার বাবা-মাকে ডেকে নিয়ে অপমান করেন ভিকারুননিসার অধ্যক্ষ। তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে বলে জানানো হয়। অরিত্রীর বাবা-মা এ ব্যাপারে অনেক অনুনয় বিনয় ও ক্ষমা চাইলেও মন গলেনি অধ্যক্ষের।

মেয়ের সামনে বাবা-মার এমন অপমান সইতে না পেরে বাসায় গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অরিত্রী। এ ঘটনায় গত দুই-তিন দিন ধরেই ভিকারুনসিনার সামনে অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে বিক্ষাভ করে আসছে শিক্ষার্থী এবং অভিভাবকরা।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্কুল পরিদর্শনে গেলে তার সামনে নানা অভিযোগ তুলে ধরেন অভিভাবকরা। এই প্রতিষ্ঠানটি তাদের জিম্মি করে রেখেছেন বলে জানানো হয়।

শুধু অরিত্রী নয়, এমন অপমান অনেক শিক্ষার্থীর বাবা-মাকেই প্রতিনিয়ত সহ্য করতে হয় বলে সেখানে অভিযোগ ওঠে। তখনই শিক্ষামন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করেন।

ঢাকা টাইমস/০৬ ডিসেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :