ভারতের ব্যাটিং বিপর্যয়ের দিন পূজারার সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৫ | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৪

অ্যাডিলেডে বৃহস্পতিবার শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথম দিন অস্ট্রেলিয়ার বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ভারতের ব্যাটসম্যানরা। টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫০ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে বিরাট কোহলির দল।

অন্য ব্যাটসম্যানরা তেমন কিছু করতে না পারলেও উজ্জ্বল ছিল চেতেশ্বর পূজারার ব্যাট। আজ তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন। টেস্ট ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি তুলে নিয়ে ১২৩ রান করে আউট হন তিনি। এই রান করার পথে তিনি সাতটি চার মারেন ও দুইটি ছক্কা হাঁকান। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি মাত্র তিন রান করে আউট হন।

ভারত ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে। দলীয় ৮৬ রানে ৫ উইকেট হারায় তারা। অন্য প্রান্তের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যে থাকলেও এক প্রান্ত আগলে রাখেন পূজারা। সপ্তম উইকেট জুটিতে পূজারা ও অশ্বিন ৬৩ রানের পার্টনারশিপ গড়েন। বৃহস্পতিবার এটিই ছিল সবচেয়ে বড় জুটি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ২টি, জস হ্যাজলেউড ২টি, প্যাট কামিন্স ২টি ও নাথান লায়ন ২টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস: ২৫০/৯* (৮৭.৫ ওভার)

(লোকেশ রাহুল ২, মুরালি বিজয় ১১, চেতেশ্বর পূজারা ১২৩, বিরাট কোহলি ৩, অজিঙ্কা রাহানে ১৩, রোহিত শর্মা ৩৭, রিশাব পান্ত ২৫, রবীচন্দ্রন অশ্বিন ২৫, ইশান্ত শর্মা ৪, মোহাম্মদ শামি ৬*; মিচেল স্টার্ক ২/৬৩, জস হ্যাজলেউড ২/৫২, প্যাট কামিন্স ২/৪৯, নাথান লায়ন ২/৮৩, ট্রাভিস হেড ০/২)।

(ঢাকাটাইমস/৬ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :