যাত্রাবাড়ীতে ট্রেনের ধাক্কায় ফল ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৮

রাজধানীর যাত্রাবাড়ী থানার দয়াগঞ্জ এলাকায় ট্রেনের ধাক্কায় এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম জাবেদ। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, বৃস্পতিবার সকালে রেললাইন ধরে বাজারের দিকে যাচ্ছিলেন জাবেদ। এই সময়ে একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন প্রতিবেশী নাসির উদ্দিন। সেখানে সকাল সোয়া ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাবেদ দয়াগঞ্জ বাজারে ফলের ব্যবসা করতেন। তিনি পশ্চিম যাত্রাবাড়ীর আসগর আলীর ছেলে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রাবাড়ী থানার পুলিশ আমাকে জানিয়েছেন ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি আহত হয়েছেন পরে তাকে হাসপাতালে নিলে মারা যান।

ঢাকাটাইমস/০৬ ডিসেম্বর/এএ/ওআর

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :