অপো আনছে আর ১৭ প্রো

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৫১

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রিমিয়াম আর সিরিজের সর্বশেষ সংস্করণ আর ১৭ প্রো বাংলাদেশের বাজারে বিক্রির ঘোষণা দিয়েছে অপো। এই ফোনের বিশেষত্ব হচ্ছে সুপার ফার্স্ট চার্জিং প্রযুক্তি। যা ফোনটিকে দ্রুত চার্জ করতে সক্ষম। ফোনটি মেটাল এবং গ্লাস ডিজাইনে তৈরি

ফোনটিতে রয়েছে ওয়াটার ড্রপ নচ সম্পন্ন ৬.৪ ইঞ্চি ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও ৯১.৫ শতাংশ। 

৮ জিবি র‌্যামের এই ফোনে ১২৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। এতে ১২ ও ২০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা ২৫ মেগাপিক্সেলের।

ব্যাকআপের জন্য আছে ৩৭০০ এমএএইচ ব্যাটারি।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত  এই ফোনে অ্যানড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। 

অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘অপো আর১৭ প্রো, দ্রুততম চার্জিং সুপার বিওওসি  এবং ফাস্ট লেন পারফরম্যান্স এক্সপেরিয়েন্স সম্পন্ন একটি প্রিমিয়াম ফোন।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এজেড)