প্রস্তুতি ম্যাচে কড়া নিরাপত্তা

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৮, ১৫:০৭ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ১৫:১৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে বৃহস্পতিবার একমাত্র প্রস্তুতি ম্যাচে সাভারের বিকেএসপিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বিসিবি একাদশ। দলটা বিসিবি একাদশ হলেও তাতে খেলছেন জাতীয় দলের বেশ কয়েকজন তারকা। যার সবচেয়ে বড় পোস্টার বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি এবং ওপেনার তামিম ইকবাল।

জাতীয় দলের দুই আইকন থাকায় প্রস্তুতি ম্যাচকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ম্যাচ নিয়ে আগে থেকেই অনেক আগ্রহ ছিল ভক্তদের। যার জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার মধ্যেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভিড় জমান ক্রিকেটপ্রেমীরা।

বিকেএসপিতে বিগত ম্যাচগুলোতে দর্শকরা যেভাবে ক্রিকেটারদের ড্রেসিংরুমের কাছে চলে যেত, সেটার কোনো প্রতিফলন দেখা যায়নি এই ম্যাচে। বিগত ম্যাচগুলোতে স্কুলের ছাত্র-ছাত্রীরা কাছাকাছি থেকে ম্যাচ দেখার সুযোগ পেলেও এবার সেই সুযোগ মেলেনি।

বৃহস্পতিবার সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩১ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের দেয়া ৩৩২ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে এখন ব্যাট করছে বিসিবি একাদশ।

(ঢাকাটাইমস/৬ ডিসেম্বর/এইচএ)