নসিমনে মাফলার পেঁচিয়ে কিশোরের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৭:০৮

মাদারীপুরের কালকিনি উপজেলায় নসিমনের ফিতায় মাফলার পেঁচিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত ওই কিশোরের নাম ইমান হোসেন সরদার। বুধবার বিকালে উপজেলার সূর্যমনি বাজারে এ দুর্ঘটনা ঘটলে রাতে চিকিৎসাধীন ইমান সরদার মারা যায়। সে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবুল সরদারের ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবার বলছে, লক্ষ্মীপুর বাজার থেকে ইমান সরদার নসিমনে বাদ্যযন্ত্র নিয়ে আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সোবাহান গোলাপের নির্বাচনী সভায় যোগ দিতে সূর্যমনি বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় নসিমনের মেশিনের ফিতার সাথে ওই কিশোরের মাফলার পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে রাতে বলে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাবী রাজিয়া বেগম বলেন, ‘ইমান হোসেন মাদারীপুর পৌর শহরের একটি হোটেলে চাকরি করত।’

লক্ষ্মীপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারী বলেন, ‘আমাদের নির্বাচনী অনুষ্ঠানে আসার সময় নসিমনে আনন্দ ফূর্তি করতে গিয়ে মাফলার পেঁচিয়ে ঈমাম সরদার মারা গেছে।’

তবে মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সোবাহান গোলাপের সাথে মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :