চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ১৬ ধরনের লাইসেন্সের স্মার্টকার্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:১০ | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:০৪

চট্টগ্রামে ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্রসহ ১৬ ধরনের লাইসেন্সের স্মার্টকার্ড প্রদান করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো ২৪জন ব্যবসায়ী পেলেন এ লাইসেন্স।

বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ‘স্মার্ট লাইলেন্স ম্যানেজমেন্ট সিস্টেম ফর ডিসি অফিস’ এর আওতায় আগ্নেয়াস্ত্রসহ সকল ধরনের ডিলিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রদান করা হয়। বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান ‘স্মার্ট লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম ফর ডিসি অফিস’ এর উদ্বোধন করেন।

স্মার্ট লাইসেন্সের মধ্যে আছে জুয়েলারি স্ট্যাম্পভেন্ডর, হোটেল-রেস্তোরা, এসিড ও এসিডজাত দ্রব্য বিক্রয় ইত্যাদি। প্রদান ও নবায়নের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য সংযুক্তসহ ১৪ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত কন্টাকলেন্স স্মার্টকার্ড লাইসেন্স প্রদান করা হয়।

কমিশনার মো. আবদুল মান্নান বলেন, ‘বাংলাদেশ প্রথমবারের মতো জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে বাস্তবায়িত “স্মার্ট লাইলেন্স ম্যানেজমেন্ট সিস্টেম ফর ডিসি অফিস” এর আওতায় আগ্নেয়াস্ত্রসহ সকল ধরনের ডিলিং লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য সংযুক্ত ১৪ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত কন্টাকলেন্স স্মার্ট লাইসেন্স কার্ড প্রদান কার্যক্রমটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে একটি মাইলফলক। কাগুজে লাইসেন্সের পরিবর্তে বায়োমেট্রিক সিকিউরিটিসহ অন্যান্য বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত স্মার্ট কার্ড নাগরিক সেবায় স্বাচ্ছন্দ্য আনবে আমার বিশ্বাস।’

অনুষ্ঠানে আগ্নেয়াস্ত্র লাইসেন্স গ্রহণ করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহাবুবুল আলম, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহামান, ইস্পাহানির চেয়ারম্যান রবিন আহমেদসহ আরো অনেকে।

বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর, চট্টগ্রামের সহাকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. তৌহিদুল ইসলাম।

ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :