তামিমের পরামর্শে মাথা খুলেছে সৌম্যর

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৫ | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:১৯

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দিন ১১৭ রানের দারুণ ইনিংস খেলে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন সৌম্য সরকার। মাঝে টেস্টে ছন্দ হারালেও বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন তিনি। অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে বিসিবি একাদশকে এনে দিয়েছেন জয়। তাতে তামিম ইকবালের সঙ্গে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওপেনিংয়ে নামার দাবি জোড়ালো করলেন সৌম্য।

মাত্র ৮৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সৌম্য। নিজের ইনিংসের শুরুতে একটি ভুল শটে আউট হতে পারতেন। কিন্তু ক্যাচ মিস হওয়ায় রক্ষা পান। এরপর তামিম সঠিকভাবে খেলার পথ বলে দেন তাকে। তামিমের উপদেশ মেনেই মাথা ঠান্ডা রেখে খেলতে পেরেছেন বলে জানিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

ম্যাচ শেষে তামিমের অবদান নিয়ে ম্যাচ শেষে সৌম্য বলেন, ‘চেষ্টা করেছি ভালো ভাবে খেলার আর শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকার। তবে সেঞ্চুরি বা বড় ইনিংসের কোনো চিন্তা ছিল না। তামিম ভাইয়া রান করছিল, আমার চেষ্টা ছিল উনাকে সঙ্গ দেয়ার। তাছাড়া উনি আমাকে বেশ কিছু উপদেশ দিয়েছেন, যেগুলো উইকেটে আমার জন্য অনেক সহায়ক হয়েছে। ওনার কথা মেনেই খেলে যাচ্ছিলাম। একটা ভুল শট খেললাম, তখন উনি আরো কিছু পরামর্শ। এরপর মাথা খুলেছে, ভালোভাবে খেলতে পেরেছি।’

আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হবে উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গোটা সিরিজে আত্মবিশ্বাস নিয়ে ধারাবাহিক খেলার ইচ্ছা সৌম্য সরকারের। তিনি বলেন, ‘চেষ্টা করবো সামনের মাচ গুলোতে সুযোগ পেলে ধারাবাহিকভাবে রান করার। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ মাচটা যেভাবে খেলেছি। সেভাবেই আত্মবিশ্বাস নিয়ে খেলার।’

(ঢাকাটাইস/৬ ডিসেম্বর/এইচএ/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :