বড় হারে শুরু টাইগারদের ইমার্জিং এশিয়া কাপ

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০৮ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:১৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ইমার্জিং এশিয়া কাপের শুরুটা ভালো হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দলের। বৃহস্পতিবার পাকিস্তানের করাচিতে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৯৭ রানের বড় ব্যবধানে হেরে গিয়েছে যুবারা।

আরব আমিরাতের ছুঁড়ে দেয়া ২৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে কেবল দু’জন দুই অংকের কোটা ছুঁতে পেরেছেন। সর্বোচ্চ ৪৩ রান করেছেন ওপেনার মিজানুর রহমান। ইয়াসির আলীর ব্যাট থেকে এসেছে ২০ রান। অধিনায়ক নুরুল হাসান সোহান আর মোসাদ্দেক হোসেন সৈকত আউট হয়েছেন শূণ্য রানে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৭ রান করে আরব আমিরাত।ওপেনার আশফাক আহমেদ ৯৮ আর গোলাম সাব্বির করেন ৫২ রান।বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম ৪টি ও খালেদ আহমেদ নেন ৩টি উইকেট।

আগামীকাল দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মোকাবেলা করবে বাংলাদেশের যুবারা।

(ঢাকাটাইমস/৬ ডিসেম্বর/ডিএইচ)