ওপেনিংয়ের প্রতিযোগিতা ইতিবাচক দেখছেন লিটন

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:৫১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ওপেনিংয়ে তামিম ইকবাল ‘অটোমেটিক চয়েস’। কিন্তু তামিমের সঙ্গী হবেন কে? একটা জায়গার জন্য সমান তালে প্রতিযোগিতায় লড়ছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস এবং লিটন কুমার দাস। তাছাড়া নবাগত সাদমানও ওপেনিংয়ে নিজের মেধার প্রমাণ দিয়েছেন।

তিন জনের লড়াইয়ে জায়গা পাওয়া একটু কঠিন হলেও বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন টপ অর্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাস। এই প্রতিযোগিতাকে চ্যালেঞ্জিং মেনে সাদরে গ্রহণ করছেন এই ব্যাটসম্যান।

সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন লিটন কুমার দাস। তবে টপ ওর্ডারে তার জায়গা হবে কিনা তা নিয়ে মধুর সমস্যায় আছেন নির্বাচকরা। এমন লড়াইকে ইতিবাচক হিসেবে নিয়ে বৃহস্পতিবার মিরপুরে সংবাদ মাধ্যমের সামনে লিটন বলেন,‘এখন যেহেতু দলে টপ অর্ডার নিয়ে লড়াই চলছে, আমাদের জন্য এটি অবশ্যই ভালো একটি দিক। এই লড়াইকে চ্যালেঞ্জিংও বলতে পারেন। আমাদের তিন-চারজন ওপেনার, তারা নিয়মিত পারফর্ম করছে। যেটা দেখতেও ভালো লাগে। নিজের ভেতর চ্যালেঞ্জ থাকে যে ভালো করতে হবে। কারণ এখন যে বেঞ্চে থাকে, সেও জানে যে সুযোগ পেলে ভালো করতে হবে। যারা খেলে, তাদেরও চাপ থাকে যে ভালো কিছু করতে হবে। নাহলে বাদ পড়তে হবে। এটা অবশ্যই ভালো দিক।’

এমন প্রতিযোগিতার মাঝে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলে সেটা শতভাগ কাজে লাগানোর আশ^াসও দেন এই ব্যাটসম্যান। লিটন বলেন,‘'আমার খেলার বিষয়টি পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমার কাজ, শতভাগ দেওয়ার। যেকোনো অবস্থায় সেই চেষ্টাই করব।'

(ঢাকাটাইমস/৭ ডিসেম্বর/এইচএ)