দুই খানের কে পাচ্ছেন ধানের শীষ

রানা আহমেদ, সিরাজগঞ্জ
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৮, ১২:২১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (চৌহালী, এনায়েতপুর, বেলকুচি) আসনের মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছায়ে সাবেক প্রতিমন্ত্রী মঞ্জুর কাদের ও মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন বাদ পড়েন। টিকে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও জেলা বিএনপির সহ-সভাপতি শিল্পপতি রাকিবুল করিম খান পাপ্পু।

এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ একক প্রার্থী ঘোষণা করলেও বিএনপির দুই প্রার্থী নিয়ে এলাকায় এখন আলোচনা বেশি। এলাকা জুড়ে এখন চায়ের কাপে ঝড়- সিরাজগঞ্জ-৫ আসনে দুই খানের কে পাচ্ছেন ধানের শীষ।

বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, দুজনই তাদের কাছে প্রিয়। আমিরুল ইসলাম খান আলীম জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের দুঃখের সময় পাশে দাঁড়িয়েছেন। পাপ্পু খানও দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে উৎসাহ জুগিয়ে আসছেন। সব মিলিয়ে ধানের শীষের হাল ধরতে কাকে এগিয়ে রাখবেন তারা বুঝতে পারছেন না।

চৌহালী উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ঢাকা টাইমসকে জানান, ‘এটা বিএনপির আসন। উড়ে এসে জুড়ে বসে আবার উড়ে যাওয়াদের জন্য নয়। যারা দলের নেতাকর্মীদের পাশে সুখে-দুঃখে থাকবেন কেবল তাদেরই মনোনয়ন দিতে হবে। এ ক্ষেত্রে রাকিবুল করিম খান পাপ্পুর পাশাপাশি আমিরুল ইসলাম খান আলীমেরও যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। দল যাকে মনোনয়ন দেবে শহীদ জিয়ার আদর্শ ধরে আমরা তার সঙ্গেই হাঁটব।’

সিরাজগঞ্জ-৫ আসন সর্বশেষ প্রতিযোগিতামূলক ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মাত্র ২৫২ ভোটে জয়-পরাজয় নির্ধারিত হয়। আওয়ামী লীগের প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস ১ লাখ ১৯ হাজার ৫৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মেজর (অব.) মঞ্জুর কাদের, তিনি পান ১ লাখ ১৯ হাজার ৩৩০ ভোট। দেশের ৩০০টি আসনের মধ্যে সেবার এটিই ছিল সবচেয়ে কঠোর হাড্ডাহাড্ডি লড়াই।

এবার এই আসনের চৌহালী উপজেলায় ৯২ হাজার ৭৩৭ ও বেলকুচি উপজেলায় ২ লাখ ৩৬ হাজার ৯৭৫ ভোটার রয়েছেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ খান হাসান ঢাকা টাইমসকে বলেন, সিরাজগঞ্জ-৫ নির্বাচনী এলাকায় বিগত আন্দোলন-সংগ্রামে ও নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন এবং দলকে সুসংগঠিত করতে ভূমিকা রেখেছেন এমন নেতাদের যাছাই-বাছাই করে চারজনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল। যাচাই-বাছাই শেষে এখন দুজন টিকে রয়েছেন। তাদের মধ্য থেকে বাছাই করেই দলের প্রতি নিবেদিত, জনগণ ও ভোটারদের মধ্যে গ্রহণযোগতা রয়েছে এমন যোগ্য ব্যক্তিকে চূড়ান্তভাবে ধানের শীষের মনোনয়ন দেয়া হবে বলে আশা করি।’

নিজের চ’ড়ান্ত মনোনয়ন আশা করে রাকিবুল করিম খান পাপ্পু বলেন, ‘দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের পাশে থেকে দলের আন্দোলন-সংগ্রাম বেগবান করতে কাজ করছি। বিএনপি থেকে মনোনয়ন যেই পাক আমরা সম্মিলিতভাবে কাজ করে আসনটি দলের বেগম খালেদা জিয়াকে উপহার দেব।’

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :