কোহলির বুনো উদযাপনে চটেছেন ল্যাঙ্গার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:০২ | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৮, ১১:৫৩

প্রতিপক্ষের ব্যাটসম্যান আউট হওয়ার পর প্রায়ই বুনো উল্লাস করতে দেখা যায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনেও তেমনটি করেছিলেন তিনি। অজি ওপেনার অ্যারন ফিঞ্চ শূন্য রানে আউট হওয়ার পর সীমা ছাড়ানো উদযাপন করেন কোহিল, যা মোটেও পছন্দ হয়নি জাস্টিন ল্যাঙ্গারের।

অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্বে থাকা ল্যাঙ্গার কোহলির উল্লাসে ভীষণ চটেছেন। গত শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতীয় দলপতির সমালোচনা করেন তিনি। বলেন, ‘খেলায় এই আবেগটা দেখতে ভালো লাগে, তাই নয় কি? তবে মনে রাখবেন, যদি আমরা এই মুহূর্তে এমনটা করতাম, তবে কিন্তু আমাদের বিশ্বের সবচেয়ে খারাপ মানুষ বলা হতো।’

শুধু কোহলি নয়, ল্যাঙ্গার জবাব দিয়েছেন শচিন টেন্ডুলকারকেও। ভারতের ২৫০ রানে জবাবে দ্বিতীয় দিন শেষে ৮৮ ওভারে ৭ উইকেটে মাত্র ১৯৭ সংগ্রহ করে অস্ট্রেলিয়া। তাদের ধীরগতির ব্যাটিংয়ের পর ভারতীয় কিংবদন্তি শচিন টুইট করে বলেন, অজি ব্যাটসম্যানদের নাকি কখনো এতটা রক্ষণাত্মক হতে দেখেননি তিনি!

শচিনের এই মন্তব্যের জবাব এভাবে দিয়েছেন ল্যাঙ্গার, ‘শচিনের টুইটটা আমি দেখেছি, যেখানে তিনি বলেছেন অস্ট্রেলিয়া দলকে নাকি কখনো এতটা রক্ষণাত্মক ব্যাটিং করতে দেখেননি। তিনি এটা বলতেই পারেন, কারণ যতবার তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন, সেই দলটিতে ছিল অ্যালান বোর্ডার আর ডেভিড বুনে, স্টিভ ওয়াহ, মার্ক ওয়াহ, রিকি পটিংয়ের মতো খেলোয়াড়। যাদের অভিজ্ঞতার ঝুলি ছিল সমৃদ্ধ। আর টেস্ট ক্রিকেটে এখন অস্ট্রেলিয়া বলতে গেলে বাচ্চাদের নিয়ে খেলছে। বিশেষত, ব্যাটিং সাইডটা একেবারে নবীনদের নিয়ে গড়া। কাজেই আমাদের ধৈর্য ধরা প্রয়োজন।’

(ঢাকাটাইমস/৮ ডিসেম্বর/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :