প্রার্থিতা ফিরে পেলেন মোরশেদ খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:৪১ | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:১৫

নির্বাচন কমিশনে আপিল করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান এম মোরশেদ খান। তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন।

শনিবার সকালে আপিল শুনানির পর তার আবেদন গ্রহণ করে মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

মোরশেদ খানের আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘ইনি একটি কোম্পানির নমিনেটেড ডাইরেক্টর (পরিচালক) ছিলেন। সেখানে কিছু বিল বকেয়ার ব্যাপার ছিল। কিন্তু সেটা তার নিজের কোম্পানি না। এছাড়া মোরশেদ খানের শিক্ষাগত যোগ্যতার সনদ যুদ্ধের সময় পুড়ে গিয়েছিল। যেটার সার্টিফাইড কপি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হয়েছিল। কিন্তু বিল খেলাপির কারণ দেখিয়ে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে কমিশনে আপিল করা হলে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।’

মোরশেদ খান বলেন, ‘আমি জাপানের টোকিও ইউনির্ভাসিটেতে পড়ালেখা করেছি। যুদ্ধের সময় আমার শিক্ষাগত সনদ পুড়ে গিয়েছিল। পরে জাপান থেকে একটা কপি এনে কমিশনকে দেখানো হয়েছে। আমি সঠিক বিচার পেয়েছি, তাই খুশি, আমার আস্থা ফিরেছে। তবে কমিশন ও সরকারের উপর নির্ভর করছে শেষ পর্যন্ত এই অবস্থানে থাকতে পারব কিনা। ’

তিনি বলেন, ‘ধরপাকড়াও বন্ধ করতে হবে। নির্বাচনটা সুন্দর করে হোক সেটা চাই। নির্বাচনের পরিবেশ যেন সুষ্ঠু থাকে এবং সারা পৃথিবীকে যেন বলতে পারি আমরা যুদ্ধ করে শুধু জয় করিনি, একটি দেশকে কিভাবে পরিচালনা করতে হয় সেটাও জানি।’

ঢাকাটাইমস/০৮ ডিসেম্বর/এসএস/ওআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :