‘মনোনয়ন বাণিজ্যের’ প্রতিবাদে ছাতক বিএনপির বিক্ষোভ

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৭ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৫

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিবেদক

বিএনপিতে প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে বিক্ষোভ হয়েছে সুনামগঞ্জের ছাতকে। উপজেলা বিএনপির যুগ্ম  আহ্বায়ক হিফজুর বারী শিমুল দলের কেন্দ্রীয় নেতাদের চ্যালেঞ্জ দিয়েছেন, পারলে দল ঘোষিত প্রার্থীকে তারা বিজয়ী করুক।

সুনামগঞ্জ-৫আসনে (ছাতক-দোয়ারাবাজার) বিএনপি প্রার্থী করেছে মিজান চৌধুরীকে। কিন্তু স্থানীয় নেতা-কর্মীদের একাংশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে বের করেন বিক্ষোভ মিছিল। তারা কলিম উদ্দিন মিলনকে প্রার্থী করার দাবি জানান। 

বিএনপি নেতা হিফজুর বারী শিমুল বিক্ষোভের সময় বলেন, ‘বৃদ্ধা মাকে জেলে রেখে কুলাঙ্গার সন্তান মনোনয়ন বাণিজ্য করে। আমরা জেল খাটি, আমার ভাইয়েরা সহকর্মীরা জেল খাটে। এই মনোনয়ন মানি না, মানব না।’ 

‘মাথার ঘাম পায়ে ফেলে প্রিয় ছাতকবাসীকে সাথে নিয়ে রাজনীতি করেছি। নিজের পরিবার পরিজনকে সময় দিতে পারি নাই। এই জায়গায় এসে টাকা দিয়ে মনোনয়ন বাণিজ্য করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’  

বিএনপির প্রার্থীকে ছাতকে ঢুকতে না দেয়ার ঘোষণাও আসে এই সমাবেশ থেকে। শিমুল বলেন, ‘কোনো স্বর্ণ চোরাকারবারি, কোনো দুষ্কৃতিকারী বিএনপির নাম ধরে ছাতকে আসতে পারবে না।  যে সমন্ত নেতারা মনোনয়ন বাণিজ্য করেছে, তাদেরকে আমি উন্মুক্ত চ্যালেঞ্জ জানাই, আপনারা আসুন, আপনাদের মিজানকে বিজয়ী করুন।’
 
কলিম উদ্দিন মিলনকে ধানের শীষের প্রার্থী না করলে ছাতক-দোয়ারা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণপদত্যাগ করবে বলেও জানানো হয় বিক্ষোভে।

এর আগে ছাতক শহরে ছাত্রদল ও যুবদলের ছাতকে মিজান চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়– মিছিল বের করে।

পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ তিতুমিরের সভাপতিত্বে ও দোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল হক নমুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাভেল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, দোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান খসরু, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল ও আব্দুল বারি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছুর রহমান সামছু, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমন প্রমুখ এই বিক্ষোভে অংশ নেন।