ইংল্যান্ডে ধর্ষণের অভিযোগে বাংলাদেশির কারাদণ্ড

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৭

ইংল্যান্ডে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি এক রেস্টুরেন্ট ব্যবসায়ীকে সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

শুক্রবার তার বিরুদ্ধে এই আদেশ দেয় আদালত। সংবাদটি প্রকাশিত হয়েছে একাদিক মেইনস্ট্রিম ইংরেজি সংবাদমাধ্যমে।

জানা যায়, কলচেস্টার এলাকার স্টেনওয়ের তান্দুরি ভিলা রেস্টুরেন্টের ম্যানেজার শিব্বির আহমদকে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের ধর্ষণ ও যৌন নির্যাতনের কারণে এই কারাদণ্ড দেয় আদালত।

তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ফ্রি মদ্যপানের সুযোগ করে দিয়ে তাদের অসচেতন অবস্থায় ধর্ষণ, কাজের কথা বলে যৌন নির্যাতন করতেন।

চেমসফোর্ড ক্রাউন কোর্টের প্রসিকিউটর ডায়ানা পাইগট শুক্রবার আদালতে তার বক্তব্যে বলেন, ধর্ষণের শিকার এক অভিযোগকারী জানিয়েছেন- ‘তিনি এর ফলে মানসিক সমস্যা ও বিষন্নতার জন্য ওষুধ সেবন করতে হচ্ছে। মানসিক স্বাস্থ্যসেবার জন্য মেন্টাল হেলথ সেন্টারেও যেতে চায়নি ওই মেয়ে। মানসিক পীড়ায় তিনি সামাজিকভাবেও একাকী হয়ে পড়েন।

ওই মহিলার বর্তমান বয়স ২৭ হলেও ঘটনাটি ঘটে তার বয়স যখন ১৬ ছিল তখন। ২০০৭ এর জুলাই থেকে ২০০৮ এর জুলাই মাসের মধ্যে ঘটনাটি ঘটে বলে জানানো হয়।

অরেক ভিকটিম জানিয়েছেন, তিনি ২০১৬ সালে চাকরির জন্য ওই রেস্টুরেন্টে গেলে একই বিড়ম্বার শিকার হতে হয়েছে।

বিচারপতি প্যাট্রিসিয়া লিঞ্চ অভিযুক্ত সাব্বির আহমদকে ধর্ষণের জন্য সাত বছরের এবং যৌন নির্যাতনের জন্য ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :