বিসিএলে মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল নাটকীয় ড্র

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিসিএল) এর তৃতীয় রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে জয়ের পথে ছিল পূর্বাঞ্চল। কিন্তু কাঙ্ক্ষিত জয়টি পেল না তারা। ৩২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩২০ রান তুলে পূর্বাঞ্চল। ম্যাচটি শেষ হয় নাটকীয় ড্রয়ে।

তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৭১ রান সংগ্রহ করেছিল পূর্বাঞ্চল। শনিবার দিন শেষে দিনে তাদের প্রয়োজন ছিল আরও ২৫৫ রান। মাহমুদুল ২৩ ও মোহাম্মদ আশরাফুল ২৪ রান নিয়ে ব্যাট করতে নামেন। তাদের ১০৩ জুটিটি পূর্বাঞ্চলের জয়ের ভিত গড়ে দিয়েছে। দলীয় ১২৮ রানে আশরাফুল আউট হলে ভাঙে এই জুটি। ফেরার আগে ৯৯ বলে ৮ চার আর ২ ছক্কায় ৬৪ রানের চমৎকার এক ইনিংস উপহার দেন তিনি।

এরপর তাসামুলকে (৩৬) নিয়ে আরেকটি ১১২ রানের জুটি গড়েন অলরাউন্ডার মাহমুদুল। তুলে নেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত জয় থেকে ৪২ রান দূরে থাকতে আউট হন তিনি। তাইবুর রহমানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২৪২ বলে ১৩৫ রান করেছেন মাহমুদুল।

এরপর দ্রুত আরও দুটি উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পূর্বাঞ্চল। শহিদুল ইসলামের শিকার হয়ে ফেরেন মাহিদুর ইসলাম (২৩) আর ফরহাদ রেজা (২)। এনামুল হক জুনিয়র (১৬*) আর আবু জায়েদের (১৪*) চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের ধীরগতির ব্যাটিংয়ে নিশ্চিত জয় হাতছাড়া হয়ে গেল পূর্বাঞ্চলের।

(ঢাকাটাইমস/৮ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :