‘লড়াই হবে সমান-সমান’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৮:১৮

ভারতে তিন-তিনটা সিরিজ খুঁইয়ে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশে এসেও দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। তবে সব প্রতিকূলতা কাটিয়ে ওয়ানডে সিরিজে জয়ে ফিরতে চায় ক্যারিবীয়রা। বিষয়টা কঠিন হলেও ওয়ানডেতে লড়াইটা সমান-সমান হবে বলে আশা করছেন ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল।

শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রভম্যান পাওয়েল বলেন, ‘এই সিরিজে লড়াইটা সমান-সমান হবে। কারণ দুই দলের খেলোয়াড়রা বেশ অভিজ্ঞ। দুটি দলেই ভালো স্পিনার, বোলার এবং ব্যাটসমান আছে। তাই বলাই যায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হবে।’

তাছাড়া ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ফেরায় বাংলাদেশকে বেশ শক্তিশালী বলছেন ক্যারিবীয় অধিনায়ক। সাকিব-তামিমের ফেরা প্রসঙ্গে পাওয়েল বলেন, ‘আমরা খুব কঠিন একটা দলের বিপক্ষে লড়তে যাচ্ছি। তামিম-সাকিব ফেরায় বাংলাদেশ এখন পুরোপুরি শক্তিশালী। তাই বলা যায় খুব উত্তেজনাকর একটি সিরিজ হতে যাচ্ছে এটি।’

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে দুপুর একটায়।

(ঢাকাটাইমস/৮ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :