ইবিতে আপেক্ষমানদের ভর্তি সাক্ষাৎকার ৯ ডিসেম্বর

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ভর্তি শেষে চারটি ইউনিটের অধীনে ৩৩ বিভাগে ৬৩১টি আসন খালি রয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার পরিচালক এ.টি.এম এমদাদুল আলম এ তথ্য জানান।

সূত্র মতে, গত ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ হয়। এতে চারটি ইউনিটের অধীনে ৩৩টি বিভাগে ৬৩১ খালি আছে। এর মধ্যে ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১৮টি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ২৫৬টি, ব্যবস্যায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ১১২টি, বিজ্ঞান অনুষদ ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২৪৫টি আসন খালি আছে। আপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ৯ ডিসেম্বর শুরু হবে। সাক্ষাৎকারের প্রথম দিন ৯ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৭ ডিসেম্বর ‘সি’ ইউনিট, ২২ ডিসেম্বর ‘বি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকার গ্রহণ করবে কর্তৃপক্ষ বলে জানা গেছে। এছাড়াও ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :