ফরিদপুরে বেদে শিশুরা পেল শীতবস্ত্র

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৫

প্রান্তিক জনগোষ্ঠীর শতাধিক শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ফরিদপুরের একদল তরুণ শিক্ষার্থী। আর তাদের সহায়তা করেছেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

ঘটা করে সংগঠনের কোনো নাম দেয়নি তারা, নেই কোনো দাতাসংস্থার অর্থায়ন বা অফিস। বেদে পল্লির সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের কাছে ওই শিক্ষার্থীরা যেন দেবদূত। সংখ্যায় জন বিশেক কলেজপড়ুয়া মেধাবী ছেলে- মেয়ে।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রেডিও ফরিদপুর’ ওদের সাথে রয়েছে। গত কয়েক মাস ধরে রেডিও ফরিদপুরের ব্যানারে ওই শিক্ষার্থীরা এই বেদে পল্লির শিশু-কিশোরদের বিনামূল্যে দিয়ে আসছে পাঠদান ও চিকিৎসা সেবা।

তারই ধারাবাহিকতায় শনিবার বিকালে তারা সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠীর মাঝে বিতরণ করে শীতবস্ত্র। আর এ কাজে তাদের উৎসাহ যোগাতে সাথে ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এরাদুল হক, এনডিসি হাসান মো. হাফিজুর রহমান। কনকনে শীতের শুরুতেই হাতে নতুন শীতের পোশাক পেয়ে খুশি পল্লির আবাল বৃদ্ধবনিতা।

স্বেচ্ছাসেবী এই কার্যক্রমের উদ্যোক্তা তাহিয়াতুল জান্নাত রেমী বলেন, ‘চরম পশ্চাদপদ বেদে পল্লির শিশুরা সমাজে চরম অবহেলিত। তাদের বিষয়ে অনেকে সেভাবে গুরুত্ব দেন না। তাই আমরা কয়েকজন সহপাঠী মিলে তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমাদের এই কাজে সবসময় সহযোগিতা করছেন জেলা প্রশাসক। তাদের (শিশুদের) শীতের কষ্ট অনুভব করে জেলা প্রশাসককে জানালে তিনি আমাদের সহযোগিতা করেন।’

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, ‘আমরা সবাই সামর্থ অনুসারে সমাজের অবহেলিত ওই মানুষগুলোর পাশে এগিয়ে এলে ওরাও অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।’

তিনি বলেন, ‘সরকার সমাজের সকল মানুষকে সমানভাবে বেড়ে উঠতে নানাভাবে সহায়তা দিচ্ছে।’

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :