নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:২৯

রাজধানীর রামপুরা থেকে স্থানীয় বিএনপির এক নেতাকে আটক করেছে র‌্যাব। তার নাম মির্জা হাসান ওরফে আকবর ওরফে ইমাম ওরফে বুলু। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানানো হয়।

আটক বুলু ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, রামপুরা এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টায় কিছু নাশকতাকারী গোপনে মিলিত হবেন-এমন খবরে শুক্রবার দিবাগত রাত একটার দিকে র‌্যাব-৩ রামপুরা থানার বি ব্লকের ৩০৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে। র‌্যাব বাসাটি ঘেরাও করে একাধিক মামলার আসামি মির্জা হাসান ইমামকে আটক করে। এ সময়ে তার শোয়ার ঘরে তল্লাশি করে খাটের নিচ থেকে সাতটি পেট্রলবোমা ও দুইটি লাল স্কচটেপ মোড়ানো ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

আটক আসামি মির্জা হাসান ইমাম নিজেকে ২৩ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক বলে স্বীকার করেন।

ইমাম র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানান যে, আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি ও তার সহযোগিদের মাধ্যমে দেশে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। নাশকতার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের লক্ষ্যে তার বাসায় শলা পরামর্শ হচ্ছিল। সেই লক্ষ্যে তারা বিস্ফোরক দ্রব্যাদি ইমামের বাসায় মজুদ করছিল। গ্রেপ্তারকৃত মির্জা হাসান ইমাম র‌্যাবকে আরও জানিয়েছে, তিনি খিলগাঁও-রামপুরা এলাকায় নির্বাচনকালীন অরাজক পরিস্থিতি ও নাশকতা তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত এবং অন্যতম পরিকল্পনাকারী হিসেবে কাজ করছিলেন। তার বিরুদ্ধে রামপুরা ও খিলগাঁও থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকাটাইমস/০৮ ডিসেম্বর/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়

মতিঝিলের ফুটপাতে পড়েছিল বৃদ্ধার মরদেহ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালকে সাজা

খিলক্ষেতে ৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

রাজারবাগের পুকুরে ডুবে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু, ধরা পড়ল সিসি ক্যামেরায়

চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

রাজধানীতে ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

সংসদ এলাকায় ড্রোন উড়িয়ে আটক সাবেক এমপিপুত্র, ছাড়া পেলেন মুচলেকায়

গুলশানে ‘মাতাল’ হয়ে মারামারিতে জড়ানো তিন তরুণী গ্রেপ্তার, বারের বিরুদ্ধেও ব্যবস্থা

ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: মা ও স্ত্রীর পর না ফেরার দেশে লিটনও

এই বিভাগের সব খবর

শিরোনাম :