সাকিবের হাত ধরে প্রথম শিকার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৯ | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৯

সাকিব আল হাসানের হাত ধরে প্রথম উইকেট শিকার করল বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে সাকিবের বলে রুবেল হোসেনের হাতে ধরা পড়েছেন কাইরান পাওয়েল। ২৭ বল খেলে ১০ রান করেছেন তিনি।

মিরপুরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ১১.৩ ওভারে ১ উইকেটে ৩৪ রান।

এই ম্যাচে একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। বাদ পড়েছেন মোহাম্মদ মিথুন, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইরান পাওয়েল, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রস্টন চেজ, রভম্যান পাওয়েল (অধিনায়ক), কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ওশানে থমাস।

(ঢাকাটাইমস/৯ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :