বিএনপিতে ‘নতুনের জয়গান’

কাজী রফিক
| আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৭ | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৯

নতুন, পুরনোর মিশেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করলেও বিএনপিতে নতুনদের জয়জয়কার। শুক্রবারের ঘোষণা দেওয়া ২০৬ আসনের মধ্যে ৭৯ জনই এর আগে কখনো সংসদ নির্বাচনে অংশ নেননি।

তবে ভোটে এদের আনকোরা বলা যাবে না কোনোমতে। কারণ ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা উপজেলা নির্বাচনে জিতে তারা রাজনৈতিক পরিপক্বতার প্রমাণ দিয়েছেন একাধিকবার।

কেউ কেউ অবশ্য মনোনয়ন পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। কেউ পেয়েছেন স্বামীর মৃত্যুতে বা স্বামী ভোটে আসতে না পারায়।

তবে বিএনপির নতুন প্রার্থী মোট কতজন, সেটা চূড়ান্ত হবে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কারণ ৯৪টি আসনে দল বা জোটের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। বাকি আসনগুলোতে দুই জোটের শরিকদের ছাড়াও নিজেদের প্রার্থী থাকবে বিএনপির। সেখানেও বেশ কয়েকজন নতুন প্রার্থীকে মনোনয়ন দেয়ার সম্ভাবনা আছে।

নতুন প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিএনপি তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের চেয়ে এগিয়ে। ক্ষমতাসীন দলে প্রায় একশ আসনে প্রার্থী পাল্টানোর প্রচার থাকলেও শেষ পর্যন্ত ৫০টির কম আসনে দেওয়া হয়েছে নতুন প্রার্থী।

উল্লেখযোগ্য সংখ্যক নতুন প্রার্থী দিলেও বিএনপি ক্ষমতায় থাকাকালে বিতর্কিত হওয়াদের বহুজনকে দেওয়া হয়েছে মনোনয়ন। আবার পরিচ্ছন্ন ভাবমূর্তির একাধিক নেতা মনোনয়ন বঞ্চিত হয়েছেন। স্থায়ী কমিটির একাধিক নেতা ছাড়াও বিভিন্ন পর্যায়ে শীর্ষ স্থানীয় বহু নেতা ভোটে লড়েননি।

নতুন মুখ যারা

রংপুর বিভাগ

পঞ্চগড়-১ বিএনপির নওশদ জমির, পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-২ বিএনপির সাদিক রিয়াজ পিনাক, রংপুর-৩ এমদাদুল হক ভরসা, রংপুর-৬ সাইফুল ইসলাম, রংপুর-৩ রিটা রহমান (শরিক), লালমনিরহাট-১ রাজিব প্রধান, লালমনিরহাট-২ রোকনউদ্দিন বাবুল, গাইবান্ধা-৪ ফারুক কবির আহমেদ, গাইবান্ধা-৫ ফারুক আলম সরকার, জয়পুরহাট-১ ফজলুর রহমান

রাজশাহী বিভাগ

বগুড়া-৩ মাসুদা মোমিন তালুকদার, বগুড়া-৪ মোশাররফ হোসেন, রাজশাহী-৩ শফিকুল হক মিলন, রাজশাহী-৬ বিএনপির আবু সাঈদ চাঁদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আমিনুল ইসলাম, নাটোর-১ কামরুন্নাহার শিরীন, নাটোর-৩ বিএনপির দাউদার মাহমুদ, নাটোর-৪ বিএনপির আবদুল আজিজ, নওগাঁ-১ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ পারভেজ আরেফিন সিদ্দিকী, নওগাঁ-৫ জাহিদুল ইসলাম ধলু, সিরাজগঞ্জ-১ বিএনপির রোমানা মোর্শেদ কনক চাঁপা, সিরাজগঞ্জ-৫ বিএনপির আমিরুল ইসলাম খান।

খুলনা বিভাগ

খুলনা-৩ বিএনপির রকিবুল ইসলাম বকুল, বাগেরহাট-১ শেখ মাসুদ রানা, যশোর-৩ বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত, চুয়াডাঙ্গা-১ শরিফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ মাহমুদ হাসান খান বাবু, মাগুরা-১ মনোয়ার হোসেন খান, মেহেরপুর-২ জাবেদ মাসুদ মিল্টন, কুষ্টিয়া-৩ জাকির হোসেন সরকার, ঝিনাইদহ-১ আসাদুজ্জামান আসাদ, ঝিনাইদহ-২ আবদুল মজিদ, ঝিনাইদহ-৪ সাইফুল ইসলাম ফিরোজ।

বরিশাল বিভাগ

পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন, ঝালকাঠি-২ বিএনপির জেবা আমিন খান, পিরোজপুর-৩ রুহুল আমিন দুলাল।

ঢাকা বিভাগ

ঢাকা-২ বিএনপির ইরফান ইবনে আমান, ঢাকা-১১ বিএনপির শামীম আরা বেগম, ঢাকা-১২ বিএনপির সাইফুল আলম নীরব, ঢাকা-১৩ আবদুস সালাম, ঢাকা-১৬ বিএনপির আহসানউল্লাহ হাসান, ঢাকা-২০ বিএনপির তমিজ উদ্দিন, নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম আজাদ, গাজীপুর-২ সালাহউদ্দিন সরকার, গাজীপুর-৪ শাহ রিয়াজুল হান্নান, মানিকগঞ্জ-১ এ কে জিন্নাহ কবির, টাঙ্গাইল-১ সরকার শহীদুল ইসলাম, কিশোরগঞ্জ-১ বিএনপির রেজাউল করিম খান চুন্নু, গোপালগঞ্জ-৩ এস এম আফজাল হোসেন, মাদারীপুর-১ সাজ্জাদ হোসেন সিদ্দিকী, মাদারীপুর-২ বিএনপির মিল্টন বৈদ্য, মাদারীপুর-৩ আনিসুর রহমান তালুকদার খোকন, শরীয়তপুর-৩ মিয়া নুরুদ্দিন অপু, ফরিদপুর-৪ বিএনপির ইকবাল হোসেন।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ-৩ আহমদ তায়েবুর রহমান হিরণ, ময়মনসিংহ-৭ জয়নুল আবেদীন, শেরপুর-১ সানজিলা জেবরিন, শেরপুর-২ মোখলেছুর রহমান রিপন, নেত্রকোণা-১ কায়সার কামাল, নেত্রকোণা-২ আনোয়ারুল হক, নেত্রকোণা-৪ তাহমিনা জামান, জামালপুর-৫ শাহ মো. ওয়ারেস আলী মামুন।

সিলেট বিভাগ

হবিগঞ্জ-৩ জি কে গউছ, সুনামগঞ্জ-৫ মিজানুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-১ নাসিরউদ্দিন আহমেদ মিঠু।

চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা-৩ মুজিবুল হক, চাঁদপুর-১ মোশাররফ হোসেন, চাঁদপুর-৪ আবদুল হান্নান, ফেনী-৩ আকবর হোসেন, চট্টগ্রাম-১ নুরুল আমিন, চট্টগ্রাম-২ আজিমউল্লাহ বাহার, চট্টগ্রাম-৪ ইসহাক চৌধুরী, চট্টগ্রাম-৬ জসিম উদ্দিন শিকদার, চট্টগ্রাম-৭ কুতুবউদ্দিন বাহার, চট্টগ্রাম-৯ শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম-১২ এনামুল হক, বান্দরবান: সা চিন প্রু।

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সাকিবের বিএনএমে যোগ দেওয়ার ছবি প্রসঙ্গে যা বললেন মেজর হাফিজ

পৃথিবীতে কোনো দেশের গণতন্ত্র পারফেক্ট না: ওবায়দুল কাদের

সাকিবের বিএনএমে যোগ দেওয়ার বিষয়ে কিছু জানি না: ওবায়দুল কাদের

বিএনপির কেন্দ্রীয় তিন নেতার পদোন্নতি

দুর্নীতি ও ভোটাধিকার হরণ ছাড়া আ.লীগের আর কোনো অর্জন নেই : এবি পার্টি

‘দেশে ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ক্ষমতাসীনদের কেউ ভালো নেই: গয়েশ্বর

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

ইফতার পার্টিতে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আ.লীগের গিবত গায়: প্রধানমন্ত্রী

বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :