রমা চৌধুরীসহ ৫ নারী পেলেন রোকেয়া পদক

বিশেষ প্রতিবেদক
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৩

নারী জাগরণে বিশেষ অবদানের জন্য পাঁচ মহীয়সী নারীকে রোকেয়া পদক দেওয়া হয়েছে। এবার রোকেয়া পদক পেয়েছেন মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার নারী রমা চৌধুরী (মরণোত্তর), সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জিন্নাতুনেসা তালুকদার, জোহরা রিচ, শিলা রায়, রোকেয়া বেগম (মরণোত্তর)।

রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেগম রোকেয়া দিবস উদযাপন এবং রোকেয়া পদক-২০১৮ প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক গ্রহণ করেন।

রমা চৌধুরীর পক্ষে তার ছেলে জহরলাল চক্রবর্তী, রোকেয়া বেগমের পক্ষ থেকে তার মেয়ে শারমিন জাহান, শিলা রায়ের পক্ষ থেকে গৌরী রাণী ভট্টচার্য পুরস্কার গ্রহণ করেন। বাকি দুজন নিজে উপস্থিত ছিলেন।

‘একাত্তরের জননী’খ্যাত রমা চৌধুরী ১৯৪১ সালে চট্টগ্রামের বোয়ালালখালী উপজেলার পোপাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। রমা চৌধুরী দক্ষিণ চট্টগ্রামের প্রথম নারী স্নাতকোত্তর (এমএ)। ১৯৬২ সালে কক্সবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালনের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করে দীর্ঘ ১৬ বছর তিনি বিভিন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিন পুত্রসন্তানের জননী রমা চৌধুরী পৈতৃক ভিটা পোপাদিয়ায় ছিলেন। সেসময় তার স্বামী ভারতে চলে যান। ১৩ মে সকালে পাকিস্তানি সেনারা তার ঘরে এসে চড়াও হয়। এসময় দুগ্ধপোষ্য সন্তান তার কোলে। তাকে নির্যাতন করে পাকিস্তানি সেনারা গানপাউডার দিয়ে পুড়িয়ে দেয় ঘরবাড়ি।

অধ্যাপক জোহরা রিচ ১৯৪৭ সালের ১৫ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ৬০ দশক থেকে শোষণবিরোধী ছাত্ররাজনীতির যুক্ত ছিলেন। কুমিল্লা মহিলা কলেজে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নারী শিক্ষা কর্মসংস্থান ও অধিকার আদায়ে নিরলস প্রয়াস অব্যাহত রেখেছিলেন। মায়ের নামে ফাতেমা ফেরদৌস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে দরিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করেছেন। যাদের মধ্যে দুই জন বর্তমানে বিএসএস শিক্ষা ক্যাডার হিসাবে কর্মরত।

ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :