বিএনপি ছাড়লেন মনির খান

রুদ্র রুদ্রাক্ষ, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৯ | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৮
ফাইল ছবি

বিএনপিকে ‘বিশৃঙ্খল’ দল আখ্যায়িত করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সঙ্গীতশিল্পী মনির খান। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়ার আগে তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘বিএনপিতে কোনো শৃঙ্খলা নেই। যে দল নেতাকর্মীদের অসভ্যতার শিক্ষা দিয়ে যাচ্ছে, সুস্থ স্বাভাবিক চেতনা গড়ে দিতে পারে না, সেই দলে জাতীয় পর্যায়ের একজন শিল্পী হিসেবে আমি থাকতে পারি না।’

রবিবার সন্ধ্যায় মনির খান মুঠোফোনে ঢাকা টাইমসকে বলেন, ‘আমি পদত্যাগ করবো বিএনপি থেকে। এখানে ত্যাগের কোনো মূল্য নেই। জনগণের চাওয়া-পাওয়ার কোনো দাম নেই। আমি তো সারাজীবন মানুষের জন্য গান গেয়েছি, তাই মানুষের চাওয়াটা বুঝি। একারণে জনবিচ্ছিন্ন একটি দলের সাথে আর কন্টিনিউ করতে চাই না।’

মনোনয়ন না পেয়ে এই সিদ্ধান্ত নিচ্ছেন এমন প্রশ্নে মনির খান বলেন, ‘মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করেছি তারা দেয়নি। এ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু গত দুই দিন গুলশান অফিসের সামনে যা হচ্ছে তাতে এটা স্পষ্ট, এই সংগঠন তাদের নেতাকর্মীদের নৈতিকতার শিক্ষাটা দিতে পারেনি। যে দলে নৈতিকতা নেই সে দলে আমি নেই। এইখানে মনোনয়ন না পাওয়াটা বড় বিষয় না।’

বিএনপি এখন আপনাকে প্রার্থী হিসেবে ঘোষণা করলে সিদ্ধান্ত পাল্টাবেন- এই প্রশ্নে তিনি বলেন, ‘না, কখনোই না। বিশৃঙ্খল বিএনপির সাথে আর না।’

বিএনপি থেকে পদত্যাগের পর অন্য কোনো দলে যাওয়ার সম্ভাবনা নেই জানিয়ে এই শিল্পী বলেন, ‘আমার ভক্তরা চেয়েছে আমি যেন রাজনীতি না করি। গানের মনির খান হয়েই থাকি। ভক্তদের চাওয়ার প্রতি শ্রদ্ধা রেখে আমি অন্য কোনো দলেও যোগ দেব না। সরাসরি রাজনীতিতে না থেকে মানুষের সেবা করে যাওয়ার চেষ্টা করবো, পাশাপাশি গানে নিয়মিত হবো।’

ঝিনাইদহ-৩ আসন থেকে এবার ধানের শীষের হয়ে লড়তে চেয়েছিলেন বিশিষ্ট এই সঙ্গীতশিল্পী। তবে আসনটি শরিকদের ছেড়ে দেয়ায় তিনি বঞ্চিত হন। (ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/আরআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :