চাঁপাইনবাবগঞ্জে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় ১৩ প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:২৮

চাঁপাইনবাবগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ২০ জন বৈধ প্রার্থীর মধ্যে সাতজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে সৈয়দ শাহীন শওকাত (বিএনপি) ও বেলাল-ই-বাকী ইদ্রিশী (বিএনপি)।

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের হিলাল-ই-আযম, কৃষক শ্রমিক জনতা লীগের ফেরদৌস ইসলাম, ও কৃষক শ্রমিক জনতা লীগের নুরুল ইসলাম সেন্টু।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের মুনিরুজ্জামান, বিএনপির আবদুল ওয়াহেদ।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৩ প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) ডা. সামলি উদ্দিন আহমেদ শিমুল (আওয়ামী লীগ), মো. শাহজাহান মিঞা (বিএনপি), নুরুল ইসলাম জেন্টু (বিএনএফ) ও মো. মনরিুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

৪৪ চাঁপাইনবাবগঞ্জ-০২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) মু. জিয়াউর রহমান (আওয়ামী লীগ), মো. আমিনুল ইসলাম (বিএনপি) ও মো. ইব্রাহিম খলিল (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) মো. আব্দুল ওদুদ (আওয়ামী লীগ), মো. হারুনুর রশীদ (বিএনপি), মো. নূরুল ইসলাম বুলবুল (স্বতন্ত্র, জামায়াত), আব্দুল কাদের (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কামরুজ্জামান খান (বিএনএফ) ও মো. বাবলু হোসেন (জাকের পার্টি)।

চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক জানান, নিজ কার্যালয়ে এসব প্রার্থীরা দরখাস্তের মাধ্যমে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে জেলার ৩টি সংসদীয় আসনে ১৩ জন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :