‘১৮ বছরের অভিজ্ঞতা এতো সহজে সরবে না’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:১৭

আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রাজনীতিতে পা রাখার পর চারদিকে নানা সমালোচনার ঝড় ওঠে তাকে নিয়ে। গুঞ্জন উঠে, রাজনীতিতে গিয়ে হয়তো খেলার প্রতি মনোযোগ হারাবেন অধিনায়ক। কিন্তু ফলাফলটা তার উল্টো। খেলার মাঠের মাশরাফিকে রাজনীতি অতটুকুও স্পর্শ করেনি। বরং বল হাতে আরো ভয়ংকর হয়ে উঠেছেন ম্যাশ।

মনোনায়ন নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে প্রথম মাঠে নামেন মাশরাফি। মাঠে নেমে প্রতিটি সমালোচনার উত্তর বল হাতেই দিলেন। বলের গতি ঘণ্টায় ১২০-১২৫ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখলেও প্রতিটি বল করেছেন মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহার করে। তাছাড়া প্রায় ৫০ ভাগ বল ফেলেন গুড লেংথে, অধিকাংশ বলের লাইন পঞ্চম স্ট্যাম্পে। দুর্দান্ত বোলিংয়ে নিজের কোটার ১০ ওভার বোলিং করে মাত্র ৩০ রান দিয়ে নেন তিন উইকেট। তার অধীনে ব্যাটিং-বোলিংয়ে উজ্জ্বল বাংলাদেশ পায় পাঁচ উইকেটের জয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফির নির্বাচন নিয়ে সমালোচনার প্রসঙ্গ আসলে অধিনায়ক বলেন, ‘আসলে জবাবের কী আছে, জবাবের কিছু নেই। খারাপ হলে অনেক কথা হতো। এটাই স্বাভাবিক। কিন্তু জবাব দেয়ার কিছু নেই। কারণ ১৮ বছর ধরে খেলছি, এতো সহজে এই ফোকাস সরার কথা না। আমি তো নিজেকে চিনি, এতো সহজে ফোকাস সরবে না। আর শেষ কিছু দিন তো আমি নিজেই চেষ্টা করে যাচ্ছি, বলটা যেখানে করতে চাই সেখানে ঠিক মতো করতে পারছি কিনা। আর জবাবের কিছু নাই।’

উইন্ডিজদের বিপক্ষে প্রথম ওয়ানডের মাধমে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০টি ওয়ানডে খেলে ফেললেন মাশরাফি। মাইলফলকের ম্যাচে দারুণ বোলিংয়ে ম্যাচ সেরাও হয়েছেন তিনি। এই অনুভূতি কতটুকু স্পর্শ করে তাকে? জানতে চাইলে অধিনায়ক বলেন, ‘মাইলফলক নিয়ে আসলে ওইরকম কিছু মনে হচ্ছে না। তবে ম্যান অব দ্য ম্যাচ হতে পারায় অবশ্যই ভালো লাগছে। খুব স্বাভাবিক, বিশেষ করে ম্যাচটা জিততে পেরেছি এটাই অনেক বড়।’

তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে জয়ে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ১১ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে সিরিজ নিশ্চিত করার পরিকল্পনা প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘পরিকল্পনা আসলে প্রতিটা ম্যাচ একই রকম। প্রথমটা জিততে পেরেছি, দ্বিতীয় ম্যাচের আগে আমাদের একই পরিকল্পনা নিয়ে নামতে হবে এবং সেরা ক্রিকেট খেলতে হবে। আর পরিকল্পনা আলাদা কিছু হয় না, যেটা হয় সেটা হচ্ছে প্রতিটা ম্যাচ জিততে পারা।’

(ঢাকাটাইমস/৯ ডিসেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :