নড়াইলে মাশরাফিসহ বহাল ১২ প্রার্থী

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:৫৩

ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাসহ নড়াইলের দুটি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বহাল রয়েছে। এদিকে, মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শেখ হাফিজুর রহমান।

রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনজুমান আরা এ তথ্য জানান।

নড়াইল-২ আসনের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, ২০ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান, জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি ফায়েকুজ্জামান ফিরোজ, এনপিপির (ছালু) জেলা সভাপতি মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দীন, ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান এবং ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী।

এদিকে চূড়ান্ত প্রার্থী ছাড়া দলে অন্য প্রার্থী থাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক শরীফ কাসাফুদ্দোজা কাফীর প্রার্থিতা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়েছে।

অন্যদিকে নড়াইল-১ আসনে বহাল আছেন-আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জাপার (এরশাদ) প্রার্থী মিল্টন মোল্যা, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ খবির উদ্দীন এবং এনপিপির (ছালু) জেলা কমিটির সাধারণ সম্পাদক মুনসুরুল হক। এ আসনে দলে অতিরিক্ত প্রার্থী থাকায় বিএনপির অবসরপ্রাপ্ত কর্নেল এস এম সাজ্জাদ হোসেন ও মাউলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবদল নেতা সাজ্জাদ হোসেন এবং মহাজোটের অপরপ্রার্থী জাসদের একাংশের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার প্রার্থিতা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়েছে।

গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নড়াইলের দুটি আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপির কেন্দ্রীয় তিন নেতার পদোন্নতি

দুর্নীতি ও ভোটাধিকার হরণ ছাড়া আ.লীগের আর কোনো অর্জন নেই : এবি পার্টি

‘দেশে ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ক্ষমতাসীনদের কেউ ভালো নেই: গয়েশ্বর

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

ইফতার পার্টিতে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আ.লীগের গিবত গায়: প্রধানমন্ত্রী

বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই: ওবায়দুল কাদের

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাইলেন মঈন খান

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী: আ.লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :