২৪১ আসনে বিএনপির প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৮, ০৯:০০
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে মনোনয়নের চিঠি নিচ্ছেন বিএনপির এক প্রার্থী

বিএনপির প্রার্থী যারা

রংপুর বিভাগ

এই বিভাগের ৩৩টি আসনের মধ্যে বিএনপির নিজের প্রার্থী ২২ জন। আসনগুলো হলো: পঞ্চগড়-১ নওশদ জমির, পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ; ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-৩ জাহিদুর রহমান; দিনাজপুর-২ সাদিক রিয়াজ পিনাক, দিনাজপুর-৩ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আকতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ এ জেড এম রেজওয়ান মোহাম্মদ আলী সরকার; রংপুর-২ মোহাম্মদ আলী সরকার, রংপুর-৪ এমদাদুল হক ভরসা, রংপুর-৬ সাইফুল ইসলাম; নীলফামারী-১ রফিকুল ইসলাম চৌধুরী, নীলফামারী-৪ বেবী নাজনীন; কুড়িগ্রাম-১ সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম-৩ তাজবিরুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আজিজুর রহমান; লালমনিরহাট-১ হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ রোকনউদ্দিন বাবুল, লালমনিরহাট-৩ জাতীয় আসাদুল হাবিব দুলু; গাইবান্ধা-২ আবদুর রশিদ সরকার, গাইবান্ধা-৪ ফারুক কবির আহমেদ, গাইবান্ধা-৫ ফারুক আলম সরকার।

রাজশাহী বিভাগ

এই বিভাগের আট জেলার ৩৯টি আসনের মধ্যে বিএনপির প্রার্থী ৩৪ জন। এরা হলেন জয়পুরহাট-১ ফজলুর রহমান, জয়পুরহাট-২ আবু ইউসুফ মো. খলিলুর রহমান; বগুড়া-১ কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ মাসুদা মোমিন তালুকদার, বগুড়া-৪ মোশাররফ হোসেন, বগুড়া-৫ জি এম সিরাজ, বগুড়া-৬ মির্জা ফখরুল ইমলাম আলমগীর, বগুড়া-৭ মোরশেদ মিল্টন; রাজশাহী-১ আমিনুল হক, রাজশাহী-২ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আবু হেনা, রাজশাহী-৫ নাদিম মোস্তফা, রাজশাহী-৬ আবু সাঈদ চাঁদ; চাঁপাইনবাবগঞ্জ-১ শাজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ-২ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুন অর রশিদ; নাটোর-২ সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর-৩ দাউদার মাহমুদ, নাটোর-৪ আবদুল আজিজ; নওগাঁ-১ ছালেক চৌধুরী, নওগাঁ-২ শামসোজ্জাহা খান, নওগাঁ-৩ পারভেজ আরেফিন সিদ্দিকী, নওগাঁ-৪ আবুল হায়াত মোহাম্মদ শামসুল আলম প্রামাণিক, নওগাঁ-৫ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আলমগীর কবির; সিরাজগঞ্জ-১ রোমানা মোর্শেদ কনক চাঁপা, সিরাজগঞ্জ-২ রুমানা মাহমুদ, সিরাজগঞ্জ-৩ আবদুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ-৫ আমিরুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৬ এম এ মুহিত; পাবনা-২ এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ কে এম আনোয়ারুল ইসলাম, পাবনা-৪ হাবিবুর রহমান হাবিব ।

খুলনা বিভাগ

এই বিভাগের ১০ জেলার ৩৬ আসনের মধ্যে বিএনপির প্রার্থী আছে ২৫টিতে। প্রার্থীরা হলেন: খুলনা-১ আমির এজাজ খান, খুলনা-২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আজিজুল বারী হেলাল; সাতক্ষীরা-১ হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-৩ শহীদুল আলম; বাগেরহাট-১ শেখ মাসুদ রানা, বাগেরহাট-২ এম এ সালাম; যশোর-১ মফিকুল হাসান তৃপ্তি, যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ টি এস আইয়ুব, যশোর-৬ আবুল হোসেন আজাদ; চুয়াডাঙ্গা-১ শরিফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ মাহমুদ হাসান খান বাবু; মাগুরা-১ মনোয়ার হোসেন খান, মাগুরা-২ নিতাই রায় চৌধুরী; মেহেরপুর-১ মাসুদ অরুণ, মেহেরপুর-২ জাবেদ মাসুদ মিল্টন; নড়াইল-১ জাহাঙ্গীর আলম বিশ্বাস; কুষ্টিয়া-১ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-৩ জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ সৈয়দ মেহেদী আহমেদ রুমী; ঝিনাইদহ-১ আসাদুজ্জামান, ঝিনাইদহ-২ আবদুল মজিদ, ঝিনাইদহ-৪ সাইফুল ইসলাম ফিরোজ।

বরিশাল বিভাগ

এই বিভাগের চার জেলার ২১ আসনের মধ্যে বিএনপির প্রার্থী রয়েছে ১৮টিতে। প্রার্থীরা হলেন: বরিশাল-১ জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ শরফুদ্দীন আহমেদ সান্টু, বরিশাল-৩ জয়নুল আবেদীন, বরিশাল-৫ মজিবুর রহমান সরোয়ার, বরিশাল-৬ আবুল হোসেন খান; পটুয়াখালী-১ আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ শহিদুল আলম তালুকদার, পটুয়াখালী-৩ গোলাম মাওলা রনি, পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন; বরগুনা-১ মতিউর রহমান তালুকদার, বরগুনা-২ খন্দকার মাহবুব হোসেন; ভোলা-১ গোলাম নবী আলমগীর, ভোলা-২ হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা-৪ নাজিম উদ্দিন আলম; ঝালকাঠি-১ শাহজাহান ওমর, ঝালকাঠি-২ বিএনপির জেবা আমিন খান; পিরোজপুর-৩ রুহুল আমিন দুলাল।

ঢাকা বিভাগ

এই বিভাগের ১৩ জেলার ৭০ আসনের মধ্যে বিএনপির প্রার্থী আছে ৫৯টিতে। এরা হলেন: ঢাকা-১ আবু আশফাক, ঢাকা-২ ইরফান ইবনে আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-৫ নবিউল্লাহ নবী, ঢাকা-৮ মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-৯ আফরোজা আব্বাস, ঢাকা-১০ আবদুল মান্নান, ঢাকা-১১ শামীম আরা বেগম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৩ আবদুস সালাম, ঢাকা-১৪ সৈয়দ আবু বক্কর সিদ্দিক, ঢাকা-১৬ আহসানউল্লাহ হাসান, ঢাকা-১৯ দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু, ঢাকা-২০ তমিজ উদ্দিন; নারায়ণগঞ্জ-১ কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আজহারুল ইসলাম মান্নান; মুন্সীগঞ্জ-১ শাহ মোয়াজ্জেম হোসেন, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা, মুন্সিগঞ্জ-৩ আব্দুল হাই; গাজীপুর-১ চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, গাজীপুর-২ সালাহউদ্দিন সরকার, গাজীপুর-৪ শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ এ কে এম ফজলুল হক মিলন ১; মানিকগঞ্জ-১ এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ মাইনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ-৩ আফরোজা খান রিতা; টাঙ্গাইল-১ সরকার শহীদুল ইসলাম, টাঙ্গাইল-২ সুলতান সালাহউদ্দিন টুকু, টাঙ্গাইল-৩ লুৎফুর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৫ মাহমুদুল হাসান, টাঙ্গাইল-৬ গৌতম চক্রবর্তী, টাঙ্গাইল-৭ আবুল কালাম আজাদ সিদ্দিকী; নরসিংদী-১ খায়রুল কবির খোকন, নরসিংদী-২ আবদুল মঈন খান, নরসিংদী-৩ মঞ্জুর ই এলাহী, নরসিংদী-৪ সরদার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ আশরাফ উদ্দিন বকুল; কিশোরগঞ্জ-১ রেজাউল করিম খান চুন্নু, কিশোরগঞ্জ-২ আখতারুজ্জামান, কিশোরগঞ্জ-৪ ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-৬ শরীফুল আলম; গোপালগঞ্জ-১ এফই শরফুজ্জামান জাহাঙ্গীর, গোপালগঞ্জ-২ সিরাজুল ইসলাম সিরাজ, গোপালগঞ্জ-৩ এস এম আফজাল হোসেন; মাদারীপুর-১ সাজ্জাদ হোসেন সিদ্দিকী, মাদারীপুর-২ মিল্টন বৈদ্য, মাদারীপুর-৩ আনিসুর রহমান তালুকদার খোকন; শরীয়তপুর-১ সর্দার নাছির উদ্দিন, শরীয়তপুর-২ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-৩ মিয়া নুরুদ্দিন অপু; ফরিদপুর-১ শাহ মো. আবু জাফর, ফরিদপুর-২ শ্যামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ফরিদপুর-৪ ইকবাল হোসেন; রাজবাড়ী-১ আলী নেওয়াজ ওমর খৈয়াম, রাজবাড়ী-২ নাসিরুল হক সাবু।

ময়মনসিংহ বিভাগ

এই বিভাগের চার জেলার ২৪ আসনের মধ্যে বিএনপি ছেড়েছে কেবল দুটি। দলের প্রার্থীরা হলেন: ময়মনসিংহ-১ আলী আজগর, ময়মনসিংহ-২ আবুল বাশার আকন্দ, ময়মনসিংহ-৩ ইকবাল হোসেন, ময়মনসিংহ-৪ আবদুল ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ-৫ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ শামসুদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৭ জয়নুল আবেদীন, ময়মনসিংহ-৯ খুররম খান চৌধুরী, ময়মনসিংহ-১১ ফখরুদ্দিন আহমেদ বাচ্চু; শেরপুর-১ সানজিলা জেবরিন, শেরপুর-২ মোখলেছুর রহমান রিপন, শেরপুর-৩ মাহমুদুল হক রুবেল; নেত্রকোণা-১ কায়সার কামাল, নেত্রকোণা-২ আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোণা-৪ তাহমিনা জামান, নেত্রকোণা-৫ আবু তাহের তালুকদার; জামালপুর-১ এম রশিদ্জ্জুামান মিল্লাত, জামালপুর-২ সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৫ শাহ মো. ওয়ারেস আলী মামুন

সিলেট বিভাগ

এই বিভাগের চার জেলায় ১৯ আসনের মধ্যে বিএনপি শরিকদের জন্য ছেড়েছে ছয়টি আসন। নিজের প্রার্থীরা হলেন: সিলেট-১ খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ শফি আহমেদ চৌধুরী, সিলেট-৪ দিলদার হোসেন সেলিম, সিলেট-৬ ফয়সাল আহমেদ চৌধুরী; হবিগঞ্জ-৩ জি কে গউছ; সুনামগঞ্জ-১ নজির হোসেন, সুনামগঞ্জ-২ নাসিরউদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৪ ফজলুল হক আসপিয়া, সুনামগঞ্জ-৫ মিজানুর রহমান চৌধুরী; মৌলভীবাজার-১ নাসিরউদ্দিন আহমেদ, মৌলভীবাজার-৩ নাসের রহমান, মৌলভীবাজার-৪ মুজিবুর রহমান চৌধুরী।

চট্টগ্রাম বিভাগ

এই বিভাগের ১০টি জেলার ৫৮ আসনে বিএনপির প্রার্থী রয়েছে ৪৮টিতে। এরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া-১ সৈয়দ এ কে একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-২ আবদুস সাত্তার ভুঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ মুসলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাহ্মণবাড়িয়া-৬ আবদুল খালেক; কুমিল্লা-১ খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-২ খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ মুজিবুল হক, কুমিল্লা-৫ মোহাম্মদ ইউনুস, কুমিল্লা-৬ আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা-৮ জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ এম আনোয়ারুল আজিম, কুমিল্লা-১০ মনিরুল ইসলাম চৌধুরী; চাঁদপুর-১ মোশাররফ হোসেন, চাঁদপুর-২ জালালউদ্দিন আহমেদ, চাঁদপুর-৩ শেখ ফরিদউদ্দিন আহমেদ, চাঁদপুর-৪ আবদুল হান্নান, চাঁদপুর-৫ মমিনুল হক; নোয়াখালী-১ মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ মো. শাহজাহান, নোয়াখালী-৫ মওদুদ আহমদ, নোয়াখালী-৬ ফজলুল আজিম; লক্ষ্মীপুর-২ আবুল খায়ের ভুঁইয়া, লক্ষ্মীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী; ফেনী-১ রফিকুল আলম মজনু, ফেনী-২ জয়নাল আবেদীন, ফেনী-৩ আকবর হোসেন; চট্টগ্রাম-১ নুরুল আমিন, চট্টগ্রাম-২ আজিমউল্লাহ বাহার, চট্টগ্রাম-৩ মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৪ ইসহাক চৌধুরী, চট্টগ্রাম-৬ জসিম উদ্দিন শিকদার, চট্টগ্রাম-৮ আবু সুফিয়ান, চট্টগ্রাম-৯ শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম-১০ আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১১ আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ এনামুল হক, চট্টগ্রাম-১৩ সারোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬ জাফরুল ইসলাম চৌধুরী; কক্সবাজার-১ হাসিনা আহমেদ, কক্সবাজার-৩ লুৎফর রহমান কাজল, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী; রাঙামাটি- মনি স্বপন দেওয়ান, বান্দরবান- সা চিন প্রু, খাগড়াছড়ি- শহীদুল ইসলাম ভুঁইয়া।

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :