রূপগঞ্জে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ১৪:১৮

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক, ঢাকা টাইমমস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়িঘর দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে এ ঘটনায় আহত সিরাজুল ইসলাম প্রধান মামলা দায়ের করেছেন। উপজেলার রূপসী প্রধান বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। 

আহত সিরাজুল ইসলাম প্রধান জানান, একই এলাকার দিলবর প্রধান, দায়েন প্রধান, সালমা বেগম, নুরুন নাহার বেশকিছুদিন ধরে তার বাড়িঘর দখলের পায়তারা করে আসছিলেন। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে প্রবেশ বাড়িঘর ভাঙচুর শুরু করে। এতে তারা বাধা দিলে প্রতিপক্ষের লোকজন সিরাজুল ইসলাম প্রধানকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন। 

স্ত্রী মাহফুজা ইসলাম তাকে বাঁচাতে এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে গুরুতর আহত করেন। তাদের চিৎকারে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করে। 
তারা ভাঙচুর করে ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ করেন তিনি। 
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ঢাকা টাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/ওআর