সুষ্ঠু নির্বাচন দিন, শেখ হাসিনাকে অলি

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৮, ২০:১৫

সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন ২০ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। বলেছেন, ‘আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার দায়িত্ব রয়েছে, সুষ্ঠু নির্বাচন উপহার দিন। একটা না একটা সময় বিদায় নিতে হবে। সে বিদায়টা যেন সন্মানজনক হয়, এটাই আমাদের কাম্য।’

সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ২০ দলীয় জোট, চট্টগ্রাম আয়োজিত এ সংবাদ সম্মেলনে চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

অলি আহমেদ ভোটে লড়ছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) নিজ দলের প্রতীক ছাতা নিয়ে। সংবাদ সম্মেলনে অন্য প্রার্থীদের মধ্যে ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির আজিমউল্লাহ বাহার চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মো. নুরুল আলম, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চাঁন্দগাও) আসনে বিএনপির আবু সুফিয়ান, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে শাহাদাত হোসেনের পক্ষে বিএনপি নেতা বদরুল আলম, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে বিএনপির আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী।

সরকার জনগণকে রক্তপাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ তুলে অলি বলেন, ‘আমরা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে নির্বাচনে এসেছি। জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিতে এসেছি। আমরা চাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন, কিন্তু সরকার চাচ্ছে অশান্তি। অনেকবার বলেছি, আমরা অশান্তি চাই না।’

‘আমরা কারো বিরুদ্ধে নই, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের একটাই চাহিদা, জনগণ যেন নিরাপদে ভোট দিতে পারে। কিন্তু সেটা হচ্ছে না। বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি চলছে। জামিন বাতিল করা হচ্ছে, আবার জামিন নেয়ার সময় হলে আরেকটি মামলা দিয়ে দিচ্ছে।’

বিচারক ও পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন. ‘আপনারা আমাদের শত্রু না, সরকারের বন্ধুও না। আপনারা হলেন জনগণের বন্ধু। সেই হিসাবে কাজ করবেন। সবাই যেন নির্ভয়ে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করুন।’

‘সকলের বিবেকের কাছে সবিনয় অনুরোধ করবো, দেশকে ধ্বংসের পথে ঠেলে দেবেন না। রক্তপাতের দিকে ঠেলে দেবেন না। সুষ্ঠু-অবাধ, নিরপেক্ষ, রক্তপাতহীন এবং সমস্যাবিহীন নির্বাচনে জনগণের ভোটের অধিকার, সুশাসন এবং ন্যায়বিচার যেন ফিরে আসে।’

জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে কর্নেল অলি বলেন, ‘জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, সজাগ হতে হবে। তাহলে এ দেশ-জাতি মুক্তি পাবে, অন্যথায় গভীর সংকটে নিমজ্জিত হবে।’

জনাকীর্ণ এ সংবাদ সম্মেলনে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এইচটি/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :