‘জুভেন্টাস’ পরিবারের চেয়েও বেশি কিছু: রোনালদো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৮, ২০:৫৯

রিয়াল মাদ্রিদে বড্ড অসুখী হয়ে ওঠেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চেষ্টা করেও মনকে আর মানাতে পারলেন না। শেষশেষ স্পেন ছাড়ার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন। চলতি মৌসুমে যোগ দিলেন জুভেন্টাসে। এখন তুরিনের ক্লাবটি তার কাছে পরিবারের চেয়েও বেশি কিছু হয়ে ওঠেছে।

রিয়ালে ক্যারিয়ারের স্বর্ণযুগ কাটিয়েছেন রোনালদো। ৯ বছরে ক্লাবটির সঙ্গে তৈরি হয়েছিল এক আত্মিক সম্পর্ক। জুভেন্টাসে এসেছেন তো অল্প ক’দিন হল। কিন্তু এরই মধ্যে ক্লাবটিকে আপন করে নিয়েছেন তিনি। খেলোয়াড়দের সঙ্গে রোনালদোর দারুণ সখ্য গড়ে ওঠেছে। সম্প্রতি ইতালিয়ান গণমাধ্যমে এই দিকগুলোই তুলে ধরলেন সিআরসেভেন।

পাওলো দিবালা, মারিও মানজুকিচদের সঙ্গে উষ্ণ সম্পর্কের কথা জানিয়ে রোনালদো বলেছেন, ‘নির্দিষ্ট করে কারো নাম বলা ঠিক হবে না। কিন্তু আমি যে দলটার সঙ্গে খেলছি, সেটা নিঃসন্দেহে সেরা। এখানে আমরা সবাই সমান, সবাই সবাইকে সম্মানের চোখে দেখি, জয়ের জন্য লড়াই করি। যদি পাওলো (দিবালা) অথবা মারিও (মানজুকিচ) গোল না পায় তবুও তাদের মুখে হাসি লেগে থাকে। আপনি তাদের হাস্যোজ্জ্বল চেহারাতেই দেখতে পাবেন।’

রিয়ালে দীর্ঘদিন কাটালেও ড্রেসিংরুমের পরিবেশ খুব একটা বন্ধুত্বপূর্ণ ছিল না বলে জানিয়েছেন রোনালদো। জুভেন্টাস তাই পর্তুগিজ তারকার কাছে হয়ে ওঠেছে পরিবারের চেয়ে বেশি কিছু, ‘রিয়ালেও সবাই নিরহংকার আর একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিল। কিন্তু আমার ইন্দ্রিয় পার্থক্যটা বুঝতে পারছে। মাদ্রিদের সঙ্গে এটার (জুভেন্টাস) অনেক পার্থক্য। এটা পরিবারের চেয়েও বেশি কিছু।’

(ঢাকাটাইমস/১০ ডিসেম্বর/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :