মেসিকে সিরি’আর চ্যালেঞ্জ নিতে বললেন রোনালদো

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ২১:৩৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ২১:৪৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাল্যকালের ক্লাব বার্সেলোনাতেই পড়ে আছেন লিওনেল মেসি। এই ক্লাবের জার্সিতেই নাকি অবসরে যাবেন তিনি। অপরদিকে, তার নিকট প্রতিদ্বন্দ্বি ক্রিশ্চিয়ানো রোনালদো ইংল্যান্ড, স্পেনের পর এখন ইতালি জয়ের মিশনে নেমেছেন। কিন্তু সেখানে তিনি নিজের যোগ্য প্রতিদ্বন্দ্বি খোঁজে পাচ্ছেন না।মেসিকে তাই ইতালিতে আসার আমন্ত্রণ জানালেন পর্তুগিজ যুবরাজ।

চলতি মৌসুমে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতা মেসি। ক্রিশ্চিয়ান স্টুয়ানিও আছেন সেরা স্কোরারের তালিকায়। কিন্তু ক’দিনই বা মেসির সঙ্গে পাল্লা দিয়ে গোল করতে পারবেন? রোনালদোর সঙ্গে তো প্রতি মৌসুমেই সমানে সমান টক্কর হত মেসির। কে বেশি গোল করতে পারেন, এই প্রতিযোগিতায় লিপ্ত হতেন সময়ের সেরা দুই নক্ষত্র।

রোনালদোও চলতি মৌসুমে সিরি’আর সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষ তিনে ওঠা-নামা করছেন। কিন্তু মেসিকে ছাড়া কেমন যেন একা একা লাগছে তার। অন্যদের সঙ্গে ব্যক্তিগত দ্বৈরথটা ঠিক জমে ওঠছে না সিআরসেভেনের। মনের এই অপূর্ণতা ঘুচাতে মেসিকে ইতালিতে আসার দাওয়াতটা তাই দিয়েই ফেললেন তিনি। আর্জেন্টাইন তারকাকে উদ্দেশ্য করে রোনালদো বলেছেন, ‘ইতালিতে ওকে (মেসি) দেখতে চাই আমি। আশা করি, ও আমার মতো সিরি’আতে খেলার চ্যালেঞ্জটা নেবে। কিন্তু ও যদি সেখানেই (বার্সেলোনা) সুখী হয়, তবে আমি ওর সিদ্ধান্তকে সম্মান জানাই।’

রোনালদো মেসিকে ‘অসাধারণ খেলোয়াড়’ এবং ‘ভালো মানুষ’ মনে করেন। তার ধারণা, স্পেন ছেড়ে আসার পর মেসি তাকে মিস করছেন, ‘সম্ভবত আমার জন্য ওর মনে শূন্যতা বিরাজ করছে। সম্ভবত, আমাকে ওর এখনও দরকার... আমার কাছে জীবন মানেই চ্যালেঞ্জ। আমি সেটা নিতে এবং মানুষকেও সুখী করতে পছন্দ করি।’

কথাগুলো নিশ্চয়ই কানে গেছে মেসির। মেসি কি রোনালদোর আহ্বানে সাড়া দেবেন?

 (ঢাকাটাইমস/১০ ডিসেম্বর/এবিএ)