ভোটে বরাদ্দের দ্বিগুণের বেশি চায় আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:০৩
প্রতীকী ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পারিশ্রমিক হিসেবে ৯৩২ দশমিক ৪৯ কোটি টাকা চায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এই পরিমান টাকা নির্বাচন আয়োজনে ইসির সার্বিক বাজেটের চেয়েও বেশি।

নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য মতে, এবারের জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর গোটা নির্বাচন পরিচালনায় ইসির জন্য বরাদ্দ তিনশ কোটি টাকা। নির্বাচনের জন্য ইসির বাজেট সব মিলিয়ে ৭০০ কোটি টাকা।

তবে আইনশৃঙ্খলা বাহিনীগুলো যে পরিমাণ টাকা দাবি করেছে তা যোগ করলে দাঁড়ায় ৯৩২ দশমিক ৪৯ কোটি টাকা। এর মধ্যে পুলিশের ৪২৪, র‌্যাবের ৫১ দশমিক ৬২, বিজিবির ৭২, আনসারের ৩৮১ এবং কোস্টগার্ডের ৩ দশমিক ৮৭ কোটি টাকা।

বাহিনীগুলো থেকে এই পরিমাণ চাহিদা জানিয়ে ইসিকে চিঠি দেওয়া হয়েছে। তবে সেনাবাহিনী থেকে এখনো কোনো চাহিদা জানানো হয়নি।

এ বিষয়ে সোমবার ইসি সচিবালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা ঢাকা টাইমসকে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দাবি মতো এই পরিমান টাকা কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না। শেষ পর্যন্ত তাদের চাহিদাকে কাটছাঁট করে ৪০০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

ঢাকাটাইমস/১০ডিসেম্বর/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :