শেরপুর-৩ আসনে ধানের শীষের সভা পণ্ড

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:৫০

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেলের পূর্ব নির্ধারিত সভা পণ্ড হয়ে গেছে। সোমবার প্রতীক পাওয়ার পর এ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউপির লংগরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে তার প্রথম নির্বাচনী পথসভা আহ্বান করেন।

বিকাল ৫টায় এ সভা হওয়ার আগে স্থানীয় যুবলীগের পক্ষে পাল্টা সভা আহ্বান করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সভাস্থলে অবস্থান নেয়। পরে ধানের শীষের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল আসতে শুরু করলে পুলিশ ওই স্থানে সভা না করার নির্দেশ দেয়।

মাহমুদুল হক রুবেল বলেন, আমরা প্রশাসনকে অবগত করে পূর্ব নির্ধারিত স্থানে পথসভা করতে গেলে প্রশাসনের সহায়তায় স্থানীয় আওয়ামী যুবলীগ পাল্টা সভা ডেকে আমাদের সভা পণ্ড করে দেয়। আমরা শান্তি শৃঙ্খলার রক্ষায় ওই স্থান ত্যাগ করে আসি। ফলে আমরা আমাদের ধানের শীষের সভা করতে পারিনি। তবে বিষয়টি আমরা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানাব।

শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন বলেন, স্থানীয় যুবলীগ আগে থেকেই সমাবেশ ডাকলেও ধানের শীষের প্রার্থী একই স্থানে সভা আহ্বান করে। যে কারণে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর বলেন, একই স্থানে দুই দল সভা আহ্বান করায় আমরা উভয় দলকেই সভা না করতে বলেছি।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :