আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

হিমু আক্তার
| আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১০:১৯ | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৮, ০৯:২১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা প্রত্যাশানুযায়ীই হয়েছে বাংলাদেশের। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা আজ মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ক্যারিবীয়দের। জিতলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ, রচিত হবে আরেকটি সাফল্যের গল্প। সেই লক্ষ্য নিয়েই চেনা ভেন্যুতে নামছে মাশরাফি বিন মর্তুজার দল। শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

চলতি বছরের শুরুতে ক্যারিবীয় সফরে গিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জিততে চায় টাইগাররা। যদিও দলীয় অধিনায়ক মাশরাফির দৃষ্টি কেবল আজকের ম্যাচে, ‘সিলেটের চিন্তা এখনই করা উচিত হবে না। আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে হবে। ওই ম্যাচের জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত রাখতে হবে।’

দ্বিতীয় ম্যাচের জন্য ক্যারিবীদের নিয়ে আলাদা কোনো পরিকল্প না আছে কি না এই প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন, ‘প্রতিটা ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। প্রথমটা জিততে পেরেছি, দ্বিতীয় ম্যাচের আগে আমাদের একই পরিকল্পনা নিয়ে নামতে হবে এবং ১০০% ক্রিকেটটাই খেলতে হবে। আলাদা করে আর কোনো পরিকল্পনা তো আসলে হয় না। যেটা হয় সেটা হচ্ছে প্রতিটা ম্যাচ জিততে পারা।’

প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তাদের ছুঁড়ে দেয়া ১৯৬ রানের মামুলি টার্গেট ১৫ ওভার আর ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় টাইগাররা। দাপুটে জয়ের পরও আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ দেখছেন না মাশরাফি। ক্যারিবীয়দের নিয়ে যথেষ্ট সতর্ক তিনি।

বাংলাদেশে আসার আগে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম তিনটি ম্যাচে দারুণ খেলেছিল তারা। প্রথমটিতে তিনশো’র বেশি স্কোর করে পরাজিত হলেও পরের দুটির একটিতে জয় আরেকটিতে জিততে জিততে টাই করে হোপ-হেটমায়াররা। কাজেই দ্বিতীয় ওয়ানডেতে তারা ঘুরে দাঁড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না।

মাশরাফি তাই সমীহ করছেন ওয়েস্ট ইন্ডিজকে, ‘ওরা ফিরে আসার জন্য যথেষ্ট সামর্থ্য রাখে। এমনকি প্রথম ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে বল যেভাবে টার্ন করছিল, যেটা বলেছিলাম ডিউ অতটা ছিল না; ওরা যদি ২৫০/৬০ রান করত তাহলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। ওরা ঘুরে দাঁড়ানোর মত দল। আমাদের নিশ্চিত করতে হবে পরবর্তী ম্যাচটাও এভাবে খেলতে পারি।’

প্রথম ম্যাচে চার ওপেনারের সঙ্গে তিন পেসার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। লিটন দাস ছাড়া আর কেউই রান পাননি। অপরদিকে, বল হাতে রুবেল হোসেন ছিলেন অন্য সবার চেয়ে খরুচে। তবে দল জেতায় আজ বাংলাদেশের একাদশে পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি।

(ঢাকাটাইমস/১১ ডিসেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :