নির্বাচনী প্রচাণায় নেমেছে সুইজারল্যান্ড আ.লীগ

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৮, ১২:১১

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে মাঠে নেমেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ।

‘প্রার্থী যেই হোক ভোট নৌকায’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে নেতাকর্মীরা।

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের নেতৃত্বে রবিবার বিপুল নেতা-কর্মী সারাদিন ব্যাপী রাজধানী শহর বার্ন ও সুইজারল্যান্ডের সর্ব বৃহৎ শহর জুরিখের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করে।

এর মাধ্যমে বাঙ্গালি ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বিভিন্ন পোস্টার ও প্রচারণাপত্র বিলি করেন।

বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের গুরুত্ব তুলে ধরেন তারা।

এসময় প্রবাসে অবস্থানরত ভোটারদের দেশে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়াসহ দেশে অবস্থানরত তাদের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের ভোট নৌকায় দেওয়ার অনুরোধ জানানো হয়।

এছাড়াও বার্ন ও জুরিখ শহরের বিভিন্ন স্থানে সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় নির্বাচনে করণীয় নিয়ে আলোচনা করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এতে সুইজারল্যান্ড আওয়ামী লীগের প্রাক্তণ সভাপতি হারুন অর রশীদ বেপারী, উপদেষ্টা রজত কান্তি সিংহা, ইসরাক আহমেদ নিপুন, সহ-সভাপতি নুরুল্লাহ চৌধুরী, স্বপন হালদার, কাজী রহিম, গোলাম মোর্শেদ শাচ্চু, জামাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, শাহ আলম এগার, সাংগঠনিক সম্পাদক সাঈদ জসিম, তথ্য ও গবেষণা সম্পাদক সসীম গৌড়ীচরন, আওয়ামী নেতা সালাউদ্দিন বেপারী, জানসরিফ, মাহমুদ উস্ সোবহান, বেলাল চৌধুরী, রানা বেপারী, সুইজারল্যান্ড যুব লীগের সভাপতি জুয়েল মল্লিক, সাধারণ সম্পাদক লিকু রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বেশ কয়েকজন নেতা-কর্মী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অতি দ্রুত দেশে গিয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন।

ঢাকা টাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :