কয়েন নয়, ব্যাট দিয়ে হবে টস!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৮, ১৩:০২

ক্রিকেট ব্যাট দিয়ে টসের প্রসঙ্গ এলেই ছেলেবেলার পাড়ার ক্রিকেটের কথা মনে পড়ে যায়, তাই না? কয়েন নেই তো কি হয়েছে ব্যাট আছে না! এবার কৈশোরের সেই স্মৃতি ফিরিয়ে আনতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল)।

না, ভুল কিছু শোনেনি। বিবিএল অফিশিয়ালরা গতানুগতিক কয়েন টসের বদলে ব্যাট দিয়ে টস করার পরিকল্পনা নিয়েছে। দু’দলের অধিনায়ক ব্যাটের হিলস (উঁচু) কিংবা ফ্ল্যাট (নিচু), যেকোনো একটি পাশ বেছে নেবেন। ব্যাটটি উপরে ছুঁড়ে মারা হবে। এরপর যার পক্ষেই আসে পতন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ প্রধান কিম ম্যাকোনি বিষয়টিকে ‘তাৎপর্যপূর্ণ মুহূর্ত’ বলে আখ্যায়িত করে বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমার কাছে এটি একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত মনে হয়। যা আসলে প্রমাণ করে বিবিএল অনন্য। আপনি কয়েন টসের কথা ভাবলেও বাচ্চারা তা ভাবে না। তারা উঠোনে ব্যাট দিয়েই টসের কাজটা সেরে ফেলে। আমরা এমন একটা মুহূর্ত তৈরি করতে যাচ্ছি, যা বাচ্চাদের জন্য একেবারে যুতসই।’

তবে ব্যাট দিয়ে টস করলে সেটি কতোটা স্বচ্ছ হবে? গঠনের কারণে স্বাভাবিকভাবেই পতনের সময় হিলস অর্থাৎ উঁচু পাশটাই উপরে থাকার সম্ভাবনা বেশি। এই সমস্যা সমাধানের পদক্ষেপও নিয়ে ফেলেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। বিজ্ঞানসম্মতভাবে বিশেষ ধরণের ব্যাট বানাচ্ছে তারা।

ম্যাকোনির ধারণা, ব্যাট টস ক্রিকেটপ্রেমীদের মাঝে ভালো সাড়া ফেলতে সক্ষম হবে। আগামী ১৯ ডিসেম্বর থেকে গ্যাবায় শুরু হবে বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগ। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ব্রিসবেন হিট।

(ঢাকাটাইমস/ ১১ ডিসেম্বর/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

এই বিভাগের সব খবর

শিরোনাম :