বিএনপি-ঐক্যফ্রন্ট অপরাধীদের ছাড় চাচ্ছে: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৮, ২০:২০

জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সমতল ভূমির তৈরির নামে কার্যত বিএনপি ও ঐক্যফ্রন্ট বিভিন্ন মামলার আসামি ও অপরাধীদের পক্ষে ওকালতি করছে। অপরাধীদের ছাড় চাচ্ছে।’

মঙ্গলবার দুপুরে নিজ নির্বাচনী এলাকার (কুষ্টিয়া-২) ভেড়ামারায় গণসংযোগ শুরু আগে সাংবাদিকদের এসব কথা বলেন ইনু।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন বা প্রশাসনের কোন আচরণে কোথাও পক্ষপাতিত্ব করা হচ্ছে না। মনে রাখতে হবে অতীতে ১০ বছর ধরে যারা আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ, হত্যা, দুর্নীতি, বিদেশে টাকা পাচারে জড়িত প্রশাসন তাদের মামলাগুলো কার্যকর করছে। নতুন করে কারো বিরুদ্ধে মামলা দেয়া হয়নি, কাউকে হয়রানি করাও হচ্ছে না। অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

ইনু বলেন, ‘অপরাধীদের পক্ষে ওকালতি করাটাই হচ্ছে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করে দেয়া। আমি মনে করি এমন ওকালতি নির্বাচনের সমতন ভূমি তৈরি করে না, বরং নির্বাচনকে বিপদে ঠেলে দেয়। নির্বাচনকে যদি শঙ্কামুক্ত রাখতে হয় শান্তিপূর্ণ রাখতে হয় তাহলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :