ভয়াবহ দাবানলেও মনিবের বাড়ির পাহারায় কুকুর

ঢাকা টাইম ডেস্ক
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৮, ২২:৩৩

ভয়ঙ্কর দাবানল, প্রাণ বাঁচাতে যে যার মতো চলে গেছেন বাড়িঘর ছেড়ে। কিন্তু ম্যাডিসন যায়নি। মনিবের বাড়ি পাহাড়া দেওয়াটাই যে তার প্রথম কাজ। তাই পুড়ে ছাই হয়ে যাওয়া বাড়ির বাইরে টানা সাতদিন যেন পাহারাদার হয়ে বসেছিল সে। কুকুরের প্রভুভক্তি আর বিশ্বাসযোগ্যতা বোধহয় একেই বলে। নিজের প্রাণের চিন্তা না করে সব ভুলে প্রভুর অপেক্ষায় বসেছিল সে। সপ্তাহ ঘুরলে মনিব আন্দ্রেয়া গেলার্ড ফিরে এলে ম্যাডিসন যেন বলতে চায়, ‘চিন্তা কিসের, আমি তো ছিলাম।’

গত মাসে ভয়াবহ দাবানলে ভস্মীভূত হয়ে যায় যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার প্রায় ১৮ হাজার ঘর-বাড়ি। মৃত্যু হয় ৮৫ জনের। বহু মানুষ রাতারাতি আশ্রয়হীন হয়ে পড়েন। আন্দ্রেয়া গেলার্ডও প্রাণভয়ে পালিয়ে যান বাড়ি ছেড়ে। কিন্তু সেসময় তিনি তার প্রিয় পোষ্য ম্যাডিসনকে খুঁজে পাননি। ফলে দুশ্চিন্তা নিয়েই তিনি চলে যান এলাকা ছেড়ে।

এক সপ্তাহ পর তিনি ফিরে এলে দেখতে পান, তার পুড়ে যাওয়া বাড়িটার সামনে বসে রয়েছে ম্যাডিসন। আবেগপ্রবণ হয়ে ম্যাডিসনকে জড়িয়ে ধরেন তিনি। ইতিমধ্যেই নেট দুনিয়ায় তুমুল জনপ্রিয়তা লাভ করেছে ম্যাডিসন।

ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এসআই

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :