মিরপুরে শেষ ম্যাচ কি না বলা কঠিন: মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৮, ২৩:১৯

হয়তো হোম অব ক্রিকেট গ্রাউন্ডে অধিনায়কের শেষ ম্যাচ বলেই উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে নিয়ে বেশি আগ্রহী ছিলেন ভক্তরা। মাঠ থেকে শুরু করে সবজাগায় ঘুরছে এক প্রশ্ন। সত্যিই কি শের-ই বাংলায় নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন মাশরাফি বিন মর্তুজা?

ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ম্যাচে হার নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন মাশরাফি। আর তখনই জীবনের এই কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয় অধিনায়ককে। কিন্তু অধিনায়ক সবাইকে আশা দিয়ে জানালেন, মিরপুরে এটাই শেষ কিনা এখনো বলতে পারছেন না তিনি। যদি ভালো লাগে এবং সবকিছু ঠিক থাকে তাহলে ওয়ানডে ক্রিকেট আরও কিছুদিন চালিয়ে যাবেন। যদিও এই সম্ভাবনা খুবই ক্ষীণ।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে চার উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়কের বিশেষ ম্যাচ ভেবে ম্যাচ শেষে গ্যালারিতে অনেক ভক্ত কেঁদে ফেলেন। ভক্তদের এই ভালোবাসা প্রসঙ্গে প্রশ্ন আসলে অধিনায়ক বলেন,‘এটা খুবই স্বাভাবিক আমরা তো একটু ইমোশনাল। এই জিনিস গুলো অবশ্যই আমাদের বেশি স্পর্শ করবে স্বাভাবিক। ওই জিনিসগুলো আমার সামনে ঘটলে আমিও অনুভব করতাম। এটা অবশ্যই ভালো লাগা যেমন তার থেকে খারাপ লাগাও। আমার সাইডেও থাকে, তাদের জন্য আমারও খারাপ লাগে। এই জিনিস গুলো আমার সামনে ঘটলে দুই পক্ষই কিছুটা সফট হয়ে যায়। তাই এটা যত ভালো অনুভূতি হোক অবশ্যই কিছুটা খারাপও লাগে। ’

সংবাদ সম্মেলনে ক্রিকেটকে বিদায় প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আসলে এটা একটা প্রক্রিয়া, একদিন না একদিন যেতে হবে এটাই স্বাভাবিক। যেমন টি-টোয়েন্টি থেকে প্রায় বছর খানিক হয়ে গেছে চলে গেছি। এখন ওয়ানডে খেলছি, আর কিছুদিন হয়তো খেলবো। আর এটা শেষ ম্যাচ কিনা সেটা বলা কঠিন। কারণ আমি অনেকবার আপনাদের সামনে বলেছি আমি সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করি না। এমনও হতে পারে পরের ম্যাচ বা তার পরের ম্যাচ খেলে যদি মনে হয় ভালো লাগছে তাহলে ছেড়েও দিতে পারি। এভাবে কিছু বলা আমার জন্যও কঠিন। কারণ আমি চিন্তাও করি না।’

(ঢাকাটাইমস/১১ ডিসম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :