দেশপ্রেমের তাগিদে পতাকা বিক্রি

সুজন সেন, শেরপুর
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৮, ০৯:১৩

মহান স্বাধীনতা ও বিজয়ের মাস এলেই নিজেকে স্থির রাখতে পারেন না বীর মুক্তিযোদ্ধা মনতোষ ম-ল। মার্চ ও ডিসেম্বর মাসজুড়ে জাতীয় পতাকা ও পতাকাখচিত বন্ধনী নিয়ে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিক্রি করেন তিনি।

মনোতুষ ম-ল মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা গ্রামের বাসিন্দা। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী নিয়ে তার ছোট সংসার।

দুই মাসের লাভের অর্থ একজন মুক্তিযোদ্ধা হিসেবে বৃক্ষরোপণ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা বিতরণ, যুবসমাজকে দেশের ইতিহাস সম্পর্কে অবগত করতে আলোচনা সভাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয় করেন তিনি।

গতকাল সকালে শেরপুর শহরে জাতীয় পতাকা বিক্রির সময় মনতোষ বলেন, ‘স্বাধীনতা ও বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের স্মৃতি সামনে এসে হাজির হয়। তাই পতাকা নিয়ে দেশের বিভিন্ন এলাকায় ঘুরেফিরি। এ দুই মাসে সাংসারিক সব কাজ ফেলে জাতীয় পতাকা বিক্রি করে মনে শান্তি আনি।’

এই মুক্তিযোদ্ধা জানান, তিনি মার্চ ও ডিসেম্বরে প্রতিদিন গড়ে ৮০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকার পতাকা বিক্রি করতে পারেন। ছোট-বড় বিবেচনায় প্রতিটি পতাকার মূল্য ৮০ থেকে ৩৫০ টাকা। তাছাড়া হাতবন্ধনী ১০ থেকে ২০ টাকা, মোটরসাইকেলসহ ছোট পরিবহনে ব্যবহার উপযোগী পতাকা বিক্রি হয় ২০ টাকা থেকে ৫০ টাকা করে।

মনতোষ বলেন, ‘আমি সরকারিভাবে মুক্তিযোদ্ধা সম্মানী পাই ১০ হাজার টাকা। ওই টাকাতেই আমার ছোট্ট সংসারের খরচ চলে যায়। চলতি বিজয় মাস উপলক্ষে সরকার ৭ হাজার টাকা ভাতা দিয়েছে। ওই টাকার সঙ্গে আরও ৫ হাজার টাকা মিলিয়ে ১২ হাজার টাকার পতাকা ও বন্ধনী কিনে শেরপুরে এসেছি। খরচ বাদে এতে অন্তত ১৫-২০ হাজার টাকা লাভ হবে। এ লাভের টাকায় মুক্তিযোদ্ধাদের স্মরণে কিছু একটা করব।’

‘পতাকা বিক্রি করে সংসার চালানো আমার উদ্দেশ্য নয়। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই দীর্ঘদিন ধরে এটি করে আসছি। বর্তমান প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ায় এখন ভাষার মাসেও পতাকা বিক্রি হয়।’

মনতোষ বলেন, ‘আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা। বাঙালি জাতীয়তার পরিচয় বহন করি, এটা আমাদের অহংকার। আর এ অহংকার আনতে এক মহান ব্যক্তির ভূমিকা অতুলনীয়। তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

তার আশা, বঙ্গবন্ধুর আদর্শের এই দেশের প্রতিটি ঘরে অন্তত একটি করে জাতীয় পতাকা থাকুক। তাতে শিশুরা কৌতূহলের বশে জিজ্ঞাসার মাধ্যমে পতাকার ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। শিশুকাল থেকেই যেন প্রত্যেক নাগরিক দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়- এটাই তার একান্ত চাওয়া।

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত প্রক্টর ও সহপাঠী রিমান্ডে

এই বিভাগের সব খবর

শিরোনাম :