সালাহর গোলে শেষ ষোলোতে লিভারপুল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৮, ১০:১৮

চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হতো লিভারপুলকে। ঘরের মাঠ আনফিল্ডে নাপোলির বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মহাগুরুত্বপূর্ণ জয়টি তারা পেল মোহাম্মদ সালাহর কল্যাণে। মিসরীর তারকার একমাত্র গোলে ইতালিয়ান জায়ান্টদের ১-০ ব্যবধানে হারিয়ে অলরেডরা নিশ্চিত করল টুর্নামেন্টের শেষ ষোলো।

সমীকরণ এমন ছিল যে, শেষ ষোলোর যেতে হলে নাপোলির বিপক্ষে ক্লিনশিট রেখে জিততে হবে লিভারপুলকে। ৩৪ মিনিটে জেমস মিলনারের অ্যাসিস্টে গোল করলেন সালাহ। দ্বিতীয়ার্ধে অনেকগুলো সুযোগ মিস হল। এরপর যোগকরা সময়ে নাপোলির আর্কাদিউস মিলিকের নিশ্চিত গোল ঠেকিয়ে দিলেন অ্যালিসন।

গত আসরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে লিভারপুল হেরে গিয়েছিল গোলরক্ষক ক্যারিয়াসের ভুলের কারণেই। অলরেড-ভক্তরা নিশ্চয়ই এখন বলছেন, ক্যারিয়াসের জায়গায় অ্যালিসনকে এনে ভালোই হয়েছে।

তবে ‘সি’ গ্রুপ থেকে সেরা দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রেডস্টার বেলগ্রেডকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ফরাসি জায়ান্টরা। গোল করেছেন নেইমার, এডিনসন কাভানি, কিলিয়ান এমবাপে আর মার্কুইনহস।

(ঢাকাটাইমস/ ১২ ডিসেম্বর/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :