গ্রুপসেরা হয়েই শেষ ষোলোতে পিএসজি

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৮, ১০:৪১ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ১১:৩০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ পরও প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) শেষ ষোলোতে যাওয়া নিশ্চিত ছিল না। রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে শেষ ম্যাচের দিকে তাই তাকিয়ে ছিল দলটির ভক্ত-সমর্থকরা। নেইমার-এমবাপেরা তাদের হতাশ করেননি। প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলের বড় জয়ে ‘সি’ গ্রুপের সেরা দল হিসেবেই দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে টমাস টুখেলের দল।

৯ মিনিটেই পিএসজিকে এগিয়ে দেন এডিনসন কাভানি। বিরতির মিনিট পাঁচেক আগে ব্যবধানটা দ্বিগুণ করে ফেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বিরতির পর এক গোল শোধ করে বেলগ্রেড। কিন্তু তাদের ম্যাচে ফেরার কোনো সুযোগ দেয়নি পিএসজি। ৭৪ মিনিটে মার্কুইনহসন আর ইনজুরি টাইমে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

এ নিয়ে টানা সপ্তমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করল পিএসজি। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৭০টি গোল করেছে দলটি। যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ। তাদের চেয়ে চার গোল কম করে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি।‘সি’ গ্রুপের অপর ম্যাচে নাপোলিকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে নাম লিখিয়েছে লিভারপুল। 

(ঢাকাটাইমস/ ১২ ডিসেম্বর/এবিএ)