পাকুন্দিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৪

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে দায়িত পাওয়া ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বুধবার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ব্রিফ করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রিটার্নিং অফিসার সারওয়ার মুর্শেদ চৌধুরী।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)