মাশরাফি ভাই আরো অনেক দিন খেলুক: মিরাজ

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৮, ১৮:২৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

২০১৯ সালে মে-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপে খেলে অবসরে যেতে পারেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তাই যদি হয় তাহলে আগামী ১৪ ডিসেম্বর সিলেটে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি হবে দেশের মাটিতে মাশরাফির শেষ ম্যাচ। তবে বাংলাদেশ দলের উদীয়মান তারকা মেহেদী হাসান মিরাজ চান, মাশরাফি দলে আরো অনেক দিন খেলুক।

বুধবার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘মাশরাফি ভাই অনেক দিন বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন। বলতে পারব না এটা তার শেষ ম্যাচ কিনা। আমরা চাই, মাশরাফি ভাই আরো অনেক দিন খেলুক। এটাই আমি চাই। অবশ্যই প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মাশরাফি ভাই সেকথা সবসময় বলেন। আর এটা আমাদের জন্যও গুরুত্বপূর্ণ। আমাদের চেষ্টা থাকবে ভালো কিছু করার।’

ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পায় পাঁচ উইকেটে। কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ চার উইকেটে হেরে যায়। সিরিজ জিততে হলে সিলেটের ম্যাচে বাংলাদেশকে অবশ্যই জয় পেতে হবে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায়।

সিলেট ম্যাচের পরিকল্পনা নিয়ে মিরাজ বলেন, ‘গতকাল (মঙ্গলবার) কিন্তু আমরা খুব ভালো শুরু করেছিলাম। ফিনিশিংটা ওইরকম ভালো হয়নি। হয়তো ২০ রান আমরা কম করেছি, ২০ রান করলে হয়তো ভালো হতো। এখনো তো আমরা সিরিজে টিকে আছি। শেষ ম্যাচ আমাদের ‘ডু অর ডাই’ ম্যাচ। আর আসলে ‘ডু অর ডাই’ ম্যাচগুলো আমরা ভালো খেলি। ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আমরা শেষ ম্যাচে সিরিজ জিতেছিলাম। আশা করি, আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারব।’

দলের কোন জায়গায় উন্নতি করতে হবে? এ বিষয়ে মিরাজ বলেন, ‘আমরা সর্বশেষ কয়েক ম্যাচে স্লগ ওভারে ভালো বল করিনি। কিন্তু আমার কাছে মনে হয়, ওইসব জায়গায় আমাদের উন্নতি করতে  করলে ভালো হবে। ব্যাটসম্যানরা ভালো করছে। এটা ধরে রাখতে হবে। আর ওদের ব্যাটসম্যান শাই হোপ চমৎকার খেলেছে। ভালো খেলেছে কারণ ও কোনো সুযোগ দেয়নি। ওরা খুব ভালো ক্রিকেট খেলেছে সেজন্য ওরা জিতেছে। কিছু জায়গায় আমাদের ঘাটতি ছিল। এসব জায়গায় আমাদের উন্নতি করতে হবে।’

দলের ফিল্ডিং নিয়ে মিরাজ বলেন, ‘আসলে ক্যাচ মিস হতে পারে। এটা ক্রিকেট খেলার অংশ। আমরা কিন্তু ভালো ক্যাচও ধরেছি। যেটা বললাম ক্যাচ মিস হতেই পারে। তারপরও অনেক সময় বল এদিক ওদিক হয়, ওইটাই ভুল হয়ে যায়। আশা করি, পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে পারব।’

শুক্রবারের ম্যাচের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের। গত ফেব্রুয়ারিতে এই ভেন্যুতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। ওই ম্যাচে ৭৫ রানে হেরেছিল বাংলাদেশ। গত মাসে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় এই ভেন্যুর। এই ম্যাচেও বাংলাদেশ হেরে যায়। জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচে বাংলাদেশ হারে ১৫১ রানে। এখন দেখার ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ জিততে পারে কিনা? সিলেটে ওয়ানডে ম্যাচের পর আগামী ১৭ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।

(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/এসইউএল)