কার্যালয় ভাঙচুরের অভিযোগ নিয়ে ইসিতে ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৯:০৮ | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৯

নিজের কার্যালয় ভাঙচুরের অভিযোগ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি ঢাকা-৬ আসন থেকে এবার নির্বাচন করছেন। বুধবার বিকালে নির্বাচন কমিশনে গিয়ে তিনি প্রতিপক্ষ ওই আসনের মহাজোট প্রার্থী কাজী ফিরোজ রশিদের বিরুদ্ধে অভিযোগ করেন।

নির্বাচন কমিশন কার্যালয় থেকে বেরিয়ে ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, ‘আমি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু তার সঙ্গে দেখা হয়নি। পরে সচিবের কাছে অভিযোগের চিঠি দিয়ে এসেছি। তিনি (সচিব) কোনো প্রতিকার দিতে পারেননি।’

ববি বলেন, ‘নির্বাচন যেন একটা দুধভাত খেলা। আমাদের কর্মীরা যেন দুধভাত। আমাদের কার্যালয় ভেঙে দেবে, কর্মীদের মারধর করবে, আর উনারা (ইসি) বলবেন, দেখবেন, দেখবেন। উনাদের যেন আর কিছুই করার নেই।'

তার দলের ৫৫ প্রার্থী হারিকেন প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জানিয়ে ববি হাজ্জাজ বলেন, 'প্রার্থীদের প্রত্যেকের কাছ থেকে প্রতিদিন অভিযোগ পাচ্ছি। মঙ্গলবার মধ্যরাতেও আমার আমার গেন্ডারিয়ার দপ্তর ভাঙচুর করা হয়েছে। নেতাকর্মীদের ওপর অত্যাচার চালানো হয়েছে, হুমকি-ধামকি দেওয়া হয়েছে। তারা আমার নির্বাচনী অফিস দখল করে রেখেছে। এখানে আসার আগ পর্যন্ত তারা আমার ওই অফিস দখলে রেখেছে।'

ববি বলেন, ‘আমরা এর প্রতিকার চাই। নির্বাচন কমিশন আমাদের কথা শুনতে না চাইলে তারা কীভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে।’

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

যুবদলের নতুন কমিটির দাবিতে সাবেক নেতাদের  মিছিল 

খুলনায় গির্জায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপি নেতা বকুলের সহায়তা

শ্রমিকদের হত্যাকাণ্ডের বিচারে সময়ক্ষেপণ দেশবাসী মেনে নেবে না: খেলাফত মজলিস

এই বিভাগের সব খবর

শিরোনাম :