চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিতে শেখ রাসেল

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৮

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

স্বাধীনতা কাপে দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বুধবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে তারা। গত আসরে চট্টগ্রাম আবাহনী রানার্স আপ হয়েছিল। এবার তারা কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ল। গতকাল মঙ্গলবার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে বিদায় নেয় গত আসরের চ্যাম্পিয়ন দল আরামবাগ ক্রীড়া সংঘ।  গত আসরে কোয়ার্টার ফাইনাল পর্বে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে বিদায় নিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। এবার তারা সেই হারের প্রতিশোধ নিল।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধেই দুইটি গোল করে শেখ রাসেল ক্রীড়া চক্র। ৩৫তম মিনিটে আজিজভের গোলে ১-০ গোলে এগিয়ে যায় তারা। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র।

আগামী ১৯ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র। তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে আগামীকাল সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। ১৪ ডিসেম্বর চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে রহমতগঞ্জের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

‘ডি’ গ্রুপ থেকে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলে তারা দুইটিতেই ড্র করে। ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে ওঠে চট্টগ্রাম আবাহনী। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে তারা দুইটিতে জয় পায় ও একটিতে ড্র করে।

(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/এসইউএল)