বাজাজের একচেটিয়া বাজার

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:১৭

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস

বাণিজ্যিক গাড়ি ও মোটরসাইকেল মিলিয়ে ২০১৮ সালের নভেম্বরে ভারতে মোট ২ লাখ ৩৪ হাজার ৮১৮টি গাড়ি ও বাইক বিক্রি করেছে বাজাজ। ২০১৭ সালের নভেম্বর মাসে বিক্রি হওয়া ১ লাখ ৭৯ হাজার ৮৩৫টি গাড়ি ও বাইকের তুলনায় তা  ৩১ শতাংশ বেশি।

২০১৭ সালের নভেম্বরে এই সংখ্যাটি ছিল ১ লাখ ৪১ হাজার ৯৪৮। অর্থাৎ গত মাসে ৪৫ শতাংশ বেশি মোটরসাইকেল বিক্রি করেছে ভারতের কোম্পানিটি। 

গত মাসে কোম্পানির রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ। ১০১৮ সালের নভেম্বরে মোট ১ লাখ ৫১ হাজার ২৪৫টি বাইক রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি। গত বছর নভেম্বরে এই সংখ্যাটি ছিল ১ লাখ ২২ হাজার ২২টি।

সম্প্রতি বাজাজ ভারতে কম দামে চার চাকার একটি গাড়ি এনে আলোড়ন ফেলেছে। কিউট নামের এই গাড়িটি স্কুটার এবং গাড়ির এই দুয়ের মিশ্রণে তৈরি। ভারতে সোয়া লাখ রুপিতে এটি পাওয়া যাচ্ছে।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এজেড)